ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সাক্ষাত করবেন আজ

প্রকাশিত: ০৫:২৮, ২৩ নভেম্বর ২০১৬

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সাক্ষাত করবেন আজ

স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ। বুধবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে তাঁর এ সাক্ষাতের কথা রয়েছ। তবে কমিশনের অন্য সদস্যরা থাকছেন না সাক্ষাতে। ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, এটা সৌজন্য সাক্ষাত। ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, এটা একেবারেই সৌজন্য সাক্ষাত। কমিশনের অন্য কেউ তার সঙ্গে থাকবেন না। আগামী ফেব্রুয়ারি মাসেই বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে। এরপরেই সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নতুন ইসি গঠন করবেন। ইতোমধ্যে নতুন ইসি গঠন নিয়ে ব্যাপক আলোচন শুরু হয়েছে দেশজুড়ে। বিএনপির পক্ষ থেকেও নতুন ইসি গঠনের প্রস্তাব দেয়া হয়েছে। একই সঙ্গে প্রস্তাবের বিষয় নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির সাক্ষাত চেয়েছে দলটি। এর আগে নতুন ইসি গঠন সম্পর্কে সিইসি কাজী রকিব উদ্দিন সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। সংবিধান অনুযায়ী ইসি গঠনের দায়িত্ব রাষ্ট্রপতির। তাই তিনি কিভাবে ইসি নিয়োগ দেবেন তা তিনিই নির্ধারণ করবেন। এছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও ৬১ জেলা পরিষদ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২২ ডিসেম্বর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। অপরদিকে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। তবে ইসি সূত্রে জানা গেছে রাষ্ট্রতির সঙ্গে প্রধান র্বিাচন কমিশনার সাক্ষাতের বিষয়ে কমিশনে কোন আলোচনা হয়নি। তাই এটি একান্ত সৌজন্য সাক্ষাত হিসেবে উল্লেখ করছেন তারা।
×