ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাহানূরের ওপর হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ০৫:২৮, ২৩ নভেম্বর ২০১৬

শাহানূরের ওপর হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে মেয়েকে উত্ত্যক্ত করার পর প্রতিবাদ করায় বাবা শাহানূর বিশ্বাসের ওপর হামলাকারীদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারীর পদ থাকছে কিনা সে বিষয়ে আজ সিদ্ধান্ত দেয়নি আদালত। এ বিষয়ে সিদ্ধান্ত দেয়ার জন্য আগামী ২৮ নবেম্বর দিন ধার্য করেছে হাইকোর্ট। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় কক্সবাজার-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে নিম্ন আদালতে দেয়া খালাসের বিরুদ্ধে দুদকের আপীল শুনানি আজ বুধবার অনুষ্ঠিত হবে। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে নতুন মেশিন রিডেবল পাসপোর্ট দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার সংশ্লিষ্ট হাইকোর্টের বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। নলভাঙ্গা গ্রামে মেয়েকে উত্ত্যক্ত করার পর প্রতিবাদ করায় বাবা শাহানূর বিশ্বাসের ওপর হামলাকারীদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার জন্য ঝিনাইদহের পুলিশ সুপারকে নির্দেশ দেয়া হয়েছে। এই আদেশ বাস্তবায়ন করে আগামী ২৭ নবেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ নজরে আনার পর স্বপ্রণোদিত হয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেয়। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। বখাটেদের হামলায় দুই পা হারানো মেয়ের বাবা শাহানূর বিশ্বাস বর্তমানে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি আছেন। তাপস কুমার বিশ্বাস সাংবাদিকদের জানান, মঙ্গলবার প্রকাশিত সংবাদে বলা হয়েছে, ‘শাহানূরের আত্মীয় মোঃ ইয়াকুব আলী ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে অভিযোগ করেন। মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত আসামিরা। এর প্রতিবাদ করেন বাবা শাহানূর। এ কারণে গত ১৬ অক্টোবর বখাটেরা শাহানূরকে পিটিয়ে গুরুতর আহত করে। তারা প্রথমে লোহার শাবল দিয়ে পিটিয়ে মাটিতে ফেলে দেয় শাহানূরকে। পরে হাতুড়ি ও ছেনি দিয়ে হাঁটুতে আঘাত করে। দলের অন্যরা লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় পেটায়। এতে শাহানূরের মারাত্মক রক্তক্ষরণ হয়। শাহানূরের দুটি পা হাঁটুর ওপর থেকে কেটে ফেলতে হয়েছে। তার পায়ে এ পর্যন্ত মোট চারবার অস্ত্রোপচার হয়েছে, ২০ ব্যাগ রক্ত দিতে হয়েছে। ইয়াকুব সাতজনকে আসামি করে মামলা করেন। ১৬ জনকে আসামি করে দ্বিতীয় মামলাটি করেন শাহানূরের ভাই মহিনূর। দুই আসামিকে পুলিশ গ্রেফতার করলেও বাকিরা পলাতক। ওই ঘটনায় প্রথমে মামলা নিতে চায়নি পুলিশ। পরে চেষ্টা-তদ্বির করে মামলা হলেও এখন আর আসামি ধরছে না পুলিশ। উল্টো শাহানূরের স্বজনদের হুমকি দিচ্ছে আসামিরা। নিজাম হাজারীর বিষয়ে সিদ্ধান্ত আজ ॥ ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারীর পদ থাকছে কিনা সে বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত দেয়নি আদালত। এ বিষয়ে সিদ্ধান্ত দেয়ার জন্য আগামী ২৮ নবেম্বর দিন ধার্য করেছে হাইকোর্ট। নিজাম হাজারীর সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন করেছিলেন এক ভোটার। ওই রিটের চূড়ান্ত শুনানি শেষে রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য ছিল। তবে রায় দেয়া হয়নি। এ সংক্রান্ত রিট আবেদন শুনানি করে দুই বছর আগে হাইকোর্ট একটি রুল জারি করেছিল, ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে সোমবার হাইকোর্টের বিচারপতি মোঃ এমদাদুল হক ও বিচারপতি মোঃ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ের জন্য এই দিন ঠিক করে। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী ও সত্য রঞ্জন ম-ল। নিজাম হাজারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ ও নুরুল ইসলাম সুজন এমপি। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু। বদির আপীল শুনানি আজ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় কক্সবাজার-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে নিম্ন আদালতে দেয়া খালাসের বিরুদ্ধে দুদকের আপীল শুনানি আজ বুধবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চে আপীল শুনানির জন্য এ দিন ধার্য করেন। গত ১০ নবেম্বর অবৈধ সম্পদ অর্জনের মামলায় নিম্ন আদালতের খালাসের রায়ের বিরুদ্ধে আপীল করে দুদক। দুদকের আইনজীবী খোরশেদ আলম খান জানান, বিচারিক (নিম্ন) আদালতের খালাসের রায় বাতিল চেয়ে আমরা (দুদক আইনজীবী) একটি আপীল আবেদন করেছি। তাতে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে বদির খালাসের বিরুদ্ধে সাজার নির্দেশনা চেয়েছেন আইনজীবী। পাসপোর্ট দেয়ার নির্দেশ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে নতুন মেশিন রিডেবল পাসপোর্ট (গজচ) দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদেশের কপি পাওয়ার সাত দিনের মধ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালককে এই নির্দেশ বাস্তবায়ন করার জন্য বলা হয়েছে। এ সংক্রান্ত রুল এ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট জয়নুল আবেদীন, সঙ্গে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম সুমন। পরে জহিরুল ইসলাম সুমন সাংবাদিকদের বলেন, রিজভী আহমেদকে এমআরপি প্রদানে হাইকোর্ট রুল জারি করলেও তাকে পাসপোর্ট দেয়া হয়নি। তাই আদালত মঙ্গলবার রায়ের কপি পাওয়ার সাত দিনের মধ্যে তাকে নতুন পাসপোর্ট দেয়ার নির্দেশ দিয়েছে।
×