ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৬, ২৩ নভেম্বর ২০১৬

টুকরো খবর

গোদাগাড়ীতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বহুল প্রতীক্ষিত গঙ্গা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে মঙ্গলবার উপজেলা সদরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে নাগরিক কমিটির নেতারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেন। এতে সভাপতিত্ব করেন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শান্ত কুমার মজুমদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, গোদাগাড়ী কলেজের অধ্যাপক আব্দুর রহমান, শিক্ষক রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মিন্টু, জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলা শাখার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড় প্রমূখ। প্রতিমা ভাংচুর সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ২২ নবেম্বর ॥ রংপুরের বদরগঞ্জ উপজেলায় মন্দির কমিটি বিরোধ নিয়ে মন্দিরের নয়টি প্রতিমা ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটে গত সোমবার গভীর রাতে উপজেলার মধুপুর ইউনিয়নের রাজারামপুর মঠখোলাপাড়ার রাধা গোবিন্দ জিও মন্দিরে। এতে মন্দির কমিটির সভাপতি নরেশ চন্দ্র রায় বাদী হয়ে একই এলাকার রবিন চন্দ্র রায় ডায়ডোলা ও দিলীপ চন্দ্র রায়সহ অজ্ঞাতনামা ১০ দুর্বৃত্তের নামে থানায় মামলা করেছেন। স্কুলছাত্রী ধর্ষণের শিকার স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপায় নবম শ্রেণীর এক ছাত্র ষষ্ঠ শ্রেণীর এক শিশুছাত্রীকে ধর্ষণ করেছে। শিশুটিকে শঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই ধর্ষক পলাতক রয়েছে। কৃষক শহিদুল মাতবরের ছেলে গোলখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সাইফুল মাতবর (১৫) সোমবার দুপুরের দিকে ওই ছাত্রীকে নিজেদের বাড়িতে ডেকে নিয়ে যায়। এ সময় বাড়িতে কেউ ছিল না। এ সুযোগে ওই ছাত্র শিশুটিকে ধর্ষণ করে। অসুস্থ অবস্থায় শিশুটি নিজের বাড়িতে এসে অভিভাবকদের এ ঘটনা জানায়। অভিভাবকরা লোকলজ্জায় ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে এবং গ্রাম্য চিকিৎসক দিয়ে শিশুটির চিকিৎসার চেষ্টা করা হয়। তিন বাড়ি ভস্মীভূত স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মহেশখালীতে বন্ধু চুলার আগুনে তিনটি বাড়ি ভস্মীভূত হয়েছে। সোমবার রাতে কুতুবজোম পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সৈয়দ মিয়ার রান্না ঘরের বন্ধু চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে তা পার্শ্ববর্তী একরাম ও নেচারের ঘরে ছড়িয়ে পড়ে। ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকা হবে। মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারে অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২২ নবেম্বর ॥ মঙ্গলবার ভোরে সিংড়া থানা মোড়ে কাজী মটরস্ এ্যান্ড সার্ভিসিং সেন্টারে অগ্নিকা-ের ঘটনা ঘটে। জানা যায়, ভোর ৪টায় কাজী মটরস্ এ্যান্ড সার্ভিসিং সেন্টারে আকস্মিক আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে পুরো সার্ভিসিং সেন্টারে আগুন ছড়িয়ে পড়ে। এতে ৫টি মোটরসাইকেলসহ সকল যন্ত্রাংশ সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।
×