ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হিমাগারে রক্ষিত আলুবীজ না পেয়ে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৪:২৬, ২৩ নভেম্বর ২০১৬

হিমাগারে রক্ষিত আলুবীজ না পেয়ে সড়ক অবরোধ

স্টাফ বিপোর্টার, নীলফামারী ॥ ঋণের কিস্তির টাকা পরিশোধের হিসাব নিয়ে ব্যাংক ও হিমাগার কর্তৃপক্ষের মতপার্থক্যে আলু চাষীদের আলু আটকা পড়েছে নীলফামারীর অংকুর সীড এ্যান্ড হিমাগারে। হিমাগার কর্তৃপক্ষ বলছে টাকা পরিশোধ করা হয়েছে। অপরদিকে ব্যাংক কর্তৃপক্ষ বলছে টাকা পরিশোধ করেনি। ফলে প্লেজ ঋণে ক্রয় করা আলুর উক্ত হিমাগারের দুইটি চেম্বারে তালা দেয়া হয়েছে। গত এক সপ্তাহ ধরে আলু চাষীরা হিমাগারে এসে তাদের সংরক্ষিত আলু উত্তোলনে ব্যর্থ হয়ে এবং আলু সরবরাহের দাবি তুলে মঙ্গলবার সকাল ১০টা হতে দুই ঘণ্টাব্যাপী হিমাগারের সামনে জেলা সদরের বিশমুড়ি নামক স্থানে নীলফামারী-জলঢাকা ও কিশোরীগঞ্জ প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় সড়কের দুই ধারে যানজোটের সৃষ্টি হয়। পরে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন ও নীলফামারী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলু চাষীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়ক অবরোধ প্রত্যাহার করায়। কৃষকরা বলছে, এখন চলছে আলু আবাদের মুখ্য সময়। আমরা আমাদের আলু বীজ সংরক্ষণ করেছি এই হিমাগারে। এমনকি সংরক্ষণের ভাড়াও পরিশোধ করেছি। কিন্তু হিমাগার কর্তৃপক্ষ গত এক সপ্তাহ ধরে আলু সরবরাহ করছে না। এতে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। তারা দ্রুত তাদের সংরক্ষিত আলু সরবরাহের দাবি জানায়। সাভারে দুই শিক্ষার্থীকে গণধর্ষণ ॥ আটক ৪ নিজস্ব সংবাদদাতা, সাভার, ২২ নবেম্বর ॥ ধামরাইয়ের ফুটনগরে প্রেমের ফাঁদে ফেলে দুই শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত চারজনকে আটক করে পুলিশ। সোমবার রাতে দুই স্কুল শিক্ষার্থীকে প্রেমের প্রলোভন দেখিয়ে দেখা করার কথা বলে সাভার থেকে ধামরাইয়ের ফোর্ডনগরে নিয়ে কথিত দুই প্রেমিকসহ ৬/৭ জন মিলে গণধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সাভার থানায় নিয়ে যায়। কিন্তু ঘটনাস্থল ধামরাই হওয়ায় ধামরাই থানা পুলিশ বিষয়টি আমলে নিয়ে মঙ্গলবার সকালে সাভার ও ধামরাইয়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জড়িতদের মধ্যে চারজনকে আটক করে। আটককৃতরা হলো আকাশ, সুমন, ইকবাল ও সাকিব। ৭ খুন ॥ দুই আসামি পক্ষের যুক্তিতর্ক সম্পন্ন নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২২ নবেম্বর ॥ সাত খুনের দুটি মামলায় র‌্যাবের সাবেক কর্মকর্তা মেজর আরিফ হোসেনসহ দুই আসামিপক্ষের আইনজীবীর যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে। এ নিয়ে ৭ খুনের ঘটনায় ১৭ আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক সম্পন্ন হলো। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়।
×