ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবাসন ব্যবসায়ীর বিরুদ্ধে পরোয়ানা

চট্টগ্রামে চেক প্রতারণা

প্রকাশিত: ০৪:২৬, ২৩ নভেম্বর ২০১৬

চট্টগ্রামে চেক প্রতারণা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চেক প্রতারণা মামলায় চট্টগ্রামে এক আবাসন ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। অভিযুক্ত সৈয়দ নাছির উদ্দিন হীরাঝিল প্রপার্টিজ ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। চট্টগ্রাম মহানগর হাকিম আদালত মঙ্গলবার এ পরোয়ানা জারি করে। জানা যায়, হীরাঝিল প্রপার্টিজ নামের এ প্রতিষ্ঠানটি বসুমতি আনোয়ারা সিটি প্রকল্পের দুটি প্লটের জন্য বুকিং বাবদ অর্থ প্রদান করেন নুরনবী চৌধুরী নামের এক ব্যক্তি। কিন্তু কিছুদিন পর ওই প্রকল্পের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে তিনি অনাগ্রহী হয়ে পড়েন। তখন তিনি বুকিং বাতিল করে তার প্রদত্ত অর্থ ফেরত চান। প্রতিষ্ঠানটি ১৬ লাখ টাকার একটি চেক প্রদান করে, যা তহবিল না থাকায় নগদায়ন হয়নি। এর পর তিনি সকল প্রক্রিয়া সম্পন্ন করে ২২ সেপ্টেম্বর মামলা দায়ের করেন। মঙ্গলবার ছিল এ মামলার শুনানির তারিখ। বিবাদী উপস্থিত না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সন্তানকে হত্যার অভিযোগে মা আটক স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালিয়াকৈরে ৪ মাসের এক শিশুকন্যাকে হত্যা করে লাশ ডোবায় লুকিয়ে রাখে তার মা। এ ঘটনায় পুলিশ ওই শিশুর পাষ- মাকে মঙ্গলবার আটক করেছে। আটকের নাম মর্জিনা আক্তার (২২)। সে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পানখাউয়া গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী এবং একই জেলার চৌহালী থানার কুড়কি গ্রামের মোকাদ্দেস মোল্লার মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানান, প্রেমের সম্পর্কের জের ধরে প্রায় দেড় বছর আগে সাইফুল ইসলাম ও মর্জিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর এ দম্পতি কালিয়াকৈর উপজেলার মাটিকাটা ছাপড়া মসজিদ এলাকায় ইব্রাহিম মিয়ার কলোনিতে ভাড়ায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করত। বিয়ের এক বছরের মধ্যেই তাদের সংসারে সায়মার জন্ম হয়। কিন্তু অল্প সময়ের মধ্যে সন্তান জন্ম হওয়ার ঘটনায় পরিবারের সদস্যরা মর্জিনাকে সন্দেহ করে এবং তাকে নিয়ে নানা মন্তব্য করতে থাকে। বিষয়টি তার স্বামী সাইফুল ইসলামকে জানালেও সেও একই ধরনের মন্তব্য করে। একপর্যায়ে এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মর্জিনা সোমবার গভীর রাতে ৪ মাসের শিশুকন্যাকে শ্বাসরোধে হত্যা করে লাশ বাড়ির পাশের ডোবার পানিতে ফেলে দিয়ে সায়মা নিখোঁজ হয়েছে বলে প্রচার চালায়।
×