ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত: ০৪:২৫, ২৩ নভেম্বর ২০১৬

ময়মনসিংহে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ শহরে বখাটে সহপাঠীদের ছুরিকাঘাতে রাশেদুজ্জামান লিয়ন (১৫) নামে নবম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে লিয়নকে ছুরিকাঘাত করে বখাটে সহপাঠীরা। নিহত লিয়ন ময়মনসিংহ পৌরসভার বলাশপুর এলাকার মালয়েশিয়া প্রবাসী আকতারুজ্জামানের পুত্র এবং কেওয়াটখালী রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের ছাত্র। মেয়ে সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকা- ঘটেছে বলে দাবি পুলিশের। এই ঘটনায় মঙ্গলবার বিকেলে পুলিশ ভালুকা থেকে সাকিবুল হাসান নামে এক সহপাঠীকে গ্রেফতার করেছে। পুুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলের মাঠের পাশেই বখাটেরা কথাকাটাকাটির এক পর্যায়ে লিয়নকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, প্রেমঘটিত বিরোধের জেরে এই হত্যাকা- বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে এই ঘটনায় খুনীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে লিয়নের সহপাঠী ও এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লিয়নের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। জামালপুরে গলাকাটা লাশ নিজস্ব সংবাদদাতা জামালপুর থেকে জানান, বকশীগঞ্জে আব্দুর রহিম (৬৫) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম বগারচর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা। কুঁড়েঘরে রহিমের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। সিরাজগঞ্জে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষকারী কবি রিক্তার হোসেনের গ্রেফতারের দাবিতে মুক্তিযোদ্ধারা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন। মঙ্গলবার মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। জেলা ইউনিট কমান্ডার গাজী সফিকুল ইসলাম সফির সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, মোস্তফা কামাল খান, জাসদ সভাপতি আব্দুল হাই তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন। কৃষকদের বীজ বিতরণ সংবাদদাতা, ভূঞাপুর, টাঙ্গাইল, ২২ নবেম্বর ॥ ভূঞাপুরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক প্রায় ২ হাজার ৫শ’ কৃষকের মাঝে বিনামূল্যে রবিশস্যের বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর। চলতি মৌসুমে ভয়াবহ বন্যায় উপজেলার চরাঞ্চলের প্রায় সাড়ে ১২কোটি টাকার ফসলের ক্ষতি হওয়ায় হতাশ হয়ে পড়ে কৃষকরা। আর এ ক্ষতি কাটিয়ে ক্ষুদে ও প্রান্তিক চাষিদের পুনর্বাসন বাস্তবায়নের লক্ষ্যে ৮শ’ ৫০ কৃষককে ভুট্টার বীজ ও সার, ৯শ’ জনকে সরিষার বীজ ও সার, ১শ’ জনকে চিনাবাদাম, ৪শ’ ৫০ জনকে মাসকলাই বীজ, ৫৪ জনকে রোপা আমন ধানের চারা ও ১শ’ কৃষককে সবজির বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়। প্রেমিকের মা-বাবা আটক নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২২ নবেম্বর ॥ কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা রুহুল আমিনের নবম শ্রেণীতে পড়ুয়া মেয়ে কানিজ ফাতেমা প্রেমিকের হাত ধরে অজানার উদ্দেশে ঘর ছেড়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ডেমরা-সারুলিয়া এলাকার সুজন (২৩) নামে এক যুবকের সঙ্গে সে পালিয়েছে। এ ঘটনায় সুজনের বাবা-মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
×