ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গম চাষে নিরুৎসাহিত করা হচ্ছে

যশোর অঞ্চলে ব্লাস্ট ছত্রাকে গত বছর ক্ষতি ৩৩ কোটি টাকা

প্রকাশিত: ০৪:২৪, ২৩ নভেম্বর ২০১৬

যশোর অঞ্চলে ব্লাস্ট ছত্রাকে গত বছর ক্ষতি ৩৩ কোটি টাকা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চলতি রবি মৌসুমে যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুরের কৃষকদের গম চাষে নিরুৎসাহিত করা হচ্ছে। গত বছরের মতো এবারও ব্লাস্ট ছত্রাকে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে চাষীদের এমন পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। গমের পরিবর্তে ভুট্টা, সরিষা, ডাল সবজি আবাদে উদ্বুদ্ধ করছেন কৃষি কর্মকর্তারা। সূত্রমতে, গেল মৌসুমে ব্লাস্টের সংক্রমণে ছয় জেলার ৪ হাজার ৬৫৭ হেক্টর জমির গম বিনষ্ট হয়। ফলে কৃষকের প্রায় ৩৩ কোটি ৬ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়। এবারও গম চাষ করলে ব্লাস্ট মহামারি আকার ধারণের আশঙ্কায় কৃষি সম্প্রসারণ অধিদফতর গম চাষে নিরুৎসাহিত করছে চাষীদের। সঙ্গত কারণে এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ না করার পাশাপাশি গম বীজ বিতরণ বন্ধ রেখেছে সংশ্লিষ্ট বিভাগ। জানা যায়, চলতি বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে ছয়টি জেলায় বিঘার পর বিঘা জমি নেকব্লাস্ট ও হেড ব্লাইটে আক্রান্ত হয়। গম চাষে নিরুৎসাহিত করার উপর সর্বাধিক জোর দিচ্ছে সংশ্লিষ্ট বিভাগ। আগামী মৌসুমে গম উৎপাদন নির্বিঘœ করতে এমনটা করা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। কৃষি সম্প্রসারণ অধিদফতরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়েজ উদ্দীন জানান, গত মৌসুমে ব্লাস্ট আক্রান্ত ফসলের জমিতে গম চাষ করলে এবারও আক্রান্ত হওয়ার আশংকা বেশি। যে কারণে সতর্কতার অংশ হিসেবে গম চাষে কৃষকদের নিরুৎসাহিত করা হচ্ছে। চাষীরা যাতে আর্থিক ক্ষতির সম্মুখীন না হন সে জন্য বিকল্প ফসল হিসেবে ভুট্টা, সরিষা, ডাল, সবজি চাষ করতে পরামর্শ দেয়া হচ্ছে। খাবার গাড়ি বিতরণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নিরাপদ খাবার বিক্রয়ের লক্ষ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা থেকে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) দেয়া ৯৪টি (স্ট্রিট ফুড কার্ট) গাড়ি মঙ্গলবার দুপুরে বিতরণ করা হয়েছে। নগরীর অশ্বিনী কুমার টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পথ খাবার বিক্রেতাদের মাঝে গাড়িগুলো বিতরণ করেছেন বিসিসির মেয়র আহসান হাবিব কামাল। এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার রিজিওনাল ফুড সেফটি এ্যান্ড নিউট্রিশন অফিসার ড. শ্রীধর ধর্মপুরী, সিনিয়র টেকনিক্যাল এ্যাডভাইজার ড. প্রেম এন শর্মা, সিনিয়র ন্যাশনাল এ্যাডভাইজার শাহ মনির হোসেন, জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান। স্মৃতিসৌধে শপথ নিজস্ব সংবাদদাতা, সাভার, ২২ নবেম্বর ॥ সাভার জাতীয় স্মৃতিসৌধে শপথবাক্য পাঠের মধ্য দিয়ে উচ্চশিক্ষায় যাত্রা শুরু করল গণবিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সের অক্টোবর-২০১৬ সেশনের নবাগত শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে স্মৃতিসৌধে নবীন শিক্ষার্থীদের দেশ ও জাতি গঠনে পথ নির্দেশক সাতটি শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডাঃ দেলওয়ার হোসেন। শপথগ্রহণ শেষে গণবিশ্ববিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণবিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য।
×