ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন সেনা ও বিমান বাহিনী প্রধান

প্রকাশিত: ০৪:২১, ২৩ নভেম্বর ২০১৬

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন সেনা ও বিমান বাহিনী প্রধান

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মঙ্গলবার সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার নিজ নিজ বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীগণকে সংবর্ধনা প্রদান করেন। সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত সেনাবাহিনীর তিনজন বীরশ্রেষ্ঠ, পাঁচজন বীরউত্তম, সাতজন বীরবিক্রম ও ২২ জন বীরপ্রতীক/তাদের নিকটাত্মীয়দের (সর্বমোট ৩৭ জন সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তাদের সঙ্গে কুশলাদি বিনিময় এবং তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। অপরদিকে, বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার বিমানবাহিনীর ফ্যালকন হলে স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বিমানবাহিনীর বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীগণদের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করেন। বিমান বাহিনী প্রধান তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে উপহার ও চেক তুলে দেন। অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসারগণসহ বিমান বাহিনীর উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। -আইএসপিআর যাত্রাবাড়ীর জোড়া খুনের মামলায় দুজনের মৃত্যুদ- কোর্ট রিপোর্টার ॥ যাত্রাবাড়ীর জোড়া খুনের এক মামলায় দুই আসামির ডবল মৃত্যুদ- এবং ২০ হাজার টাকা করে অর্থদ-ের রায় দিয়েছে ট্রাইব্যুনাল। ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরকার মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদ-প্রাপ্তরা হলেন, সাইদ হাওলাদার ও মোঃ রিয়াজ নাগররালী। সাইদ খুলনার সোনাডাঙ্গার রেল কলোনির মৃত হারুন হাওলাদারের ছেলে। নিহত কল্পনার (১২) আপন ভাই সাইদ। হত্যাকা- দেখে ফেলায় বড় ভাই ও তার বন্ধুর হাতে খুন হয় শিশুটি।
×