ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইলিয়াস উদ্দিন যমুনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক

প্রকাশিত: ০৪:১৯, ২৩ নভেম্বর ২০১৬

ইলিয়াস উদ্দিন যমুনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক

মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ সম্প্রতি যমুনা ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন এবং ১৯৮৫ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বিভিন্ন পদে প্রাইম ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংকে দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালে যমুনা ব্যাংক লিমিটেডে এসএভিপি হিসেবে যোগদান করেন এবং ২০১৩ সালে একই ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তিনি দীর্ঘ তিন বছর সাফল্যের সঙ্গে ওই পদে কর্মরত ছিলেন। ইলিয়াস ব্যাংকার্স ইনস্টিটিউটের ডিপলোম্যাট এ্যাসোসিয়েট মেম্বার এবং বাংলাদেশ মানি মার্কেট ডিলারস্ এ্যাসোসিয়েশনের (বামডা) সাধারণ সম্পাদক। তিনি প্রাইমারি ডিলারস্ বাংলাদেশ লিমিটেডের (পিডিবিএল) টেকনিক্যাল কমিটির সাবেক চেয়ারম্যান। তিনি যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান। এছাড়াও তিনি নানাবিধ সামাজিক কর্মকা-ে জড়িত। তিনি যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সিইও এবং প্রাইভেট ব্যাংক শিশু দিবাযতœ কেন্দ্রের চেয়ারম্যান হিসেবে নিয়োজিত আছেন। -বিজ্ঞপ্তি প্যাকেট ভ্যাট দ্বিগুণ করার প্রতিবাদে চট্টগ্রামে প্রতীকী ধর্মঘট স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দোকানদারদের জন্য প্যাকেট ভ্যাট পূর্বের ন্যায় ১৪ হাজার টাকা বহাল রাখার দাবিতে মঙ্গলবার চট্টগ্রামে দোকানপাট অর্ধদিবস বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এছাড়া ভ্যাট শতভাগ বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে তারা মানববন্ধন কর্মসূচীও পালন করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন শপ ওনার্স এ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। ব্যবসায়ীরা জুবিলী রোডে একটি মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবুল কাশেম, সিনিয়র সহসভাপতি আবদুল খালেক, সাধারণ সম্পাদক আহমদ হোসাইন, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খায়রুল ইসলাম বক্সি, আবদুল হান্নান আকবর প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, প্যাকেট ভ্যাট ১৪ হাজার টাকা থেকে বাড়িয়ে একলাফে দ্বিগুণ অর্থাৎ ২৮ হাজার টাকা করার সিদ্ধান্ত এক ধরনের নির্যাতন। এত বেশি ভ্যাট দেয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে সম্ভব নয়। তারা বলেন, দাবি আদায় না হলে সংগঠন আরও বৃহত্তর কর্মসূচী দিতে বাধ্য হবে। চীনা প্রতিনিধি দলের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পরিদর্শন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে নির্মিত দেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পরিদর্শন করেছে চীনা প্রতিনিধি দল। মঙ্গলবার দি চায়না কাউন্সিল ফর দ্যা প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি), ইউনান সাবকাউন্সিলের চেয়ারম্যান লিউ গুয়ানজির নেতৃত্বে প্রতিনিধি দলটি এ পরিদর্শনে আসে। তারা চেম্বারনির্মিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হল, রফতানি পণ্যের প্রদর্শনী হল ও চেম্বার কার্যালয়সহ পুরো স্থাপনা ঘুরে দেখেন। সিসিপিআইটি চেয়ারম্যান লিউ গুয়ানজি বিনিয়োগে নতুন দিগন্তের সূচনা হবে বলে মন্তব্য করেন।
×