ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৫১৭ জন করদাতাকে সম্মাননা দেবে এনবিআর

প্রকাশিত: ০৪:১৭, ২৩ নভেম্বর ২০১৬

৫১৭ জন করদাতাকে সম্মাননা দেবে এনবিআর

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৫-২০১৬ কর বছরে জেলার ৩৭০ জন সর্বোচ্চ আয়কর দাতা ও ১৪৭ জন দীর্ঘসময় আয়কর দাতাসহ মোট ৫১৭ জন করদাতা সম্মাননা পাচ্ছেন। ‘জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘসময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা ২০০৮’ এর ভিত্তিতে সম্মাননা প্রাপ্তদের নামের তালিকার গেজেট প্রকাশ করেছে সরকার। এর আগে অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়। এবার নীতিমালা সংশোধন করে সর্বোচ্চ করদাতা মহিলা এবং ৪০ বছর বয়সের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা ক্যাটাগরি চালু করা হয়েছে। এতদিন সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী ক্যাটাগরিতে যথাক্রমে তিনজন ও দুইজন করে মোট পাঁচজন সেরা করদাতা নির্বাচিত করা হতো। এবার থেকে সর্বোচ্চ করদাতা মহিলা এবং ৪০ বছর বয়সের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা ক্যাটাগরিতে আরও দু’জন সম্মাননা পাচ্ছেন। ঢাকা সিটি কর্পোরেশন বৃহত কর অঞ্চল থেকে দীর্ঘ সময় আয়কর দাতা দুই জন হলেন, এ.বি.এম শফিউল আলম ও এম. এ কুদ্দুস। ২০১৫-১৬ কর বছরে সর্বোচ্চ তিনজন করদাতা হলেন, এ, কে আজাদ, মোঃ আব্দুল কাদের ও এস. এ. কে একরামুজ্জামান। এছাড়াও ঢাকা সিটি কর্পোরেশনে সর্বোচ্চ মহিলা করদাতা হয়েছেন মিজ্ ইয়াসমিন খান কবির, আর ৪০ বছর বয়সের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা শান্তনু সিংহ। একইভাবে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর অঞ্চল ১/২/৩ এ দীর্ঘসময় আয়কর দাতা দুই জন হলেন, আলহাজ এনামুল হক ও হাজী আহমদ হোসেন। ২০১৫-১৬ কর বছরে সর্বোচ্চ তিন জন করদাতা হলেন, মোঃ নাছির উদ্দিন, মাস্টার আবুল কাশেম ও মিজ্ ফারহানা মোনেম। সর্বোচ্চ মহিলা করদাতা হয়েছেন মিজ তাহসিন জোহায়ের, আর ৪০ বছর বয়সের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা শিহাব উদ্দিন। নীতিমালা অনুযায়ী পুরস্কার হিসেবে প্রত্যেক করদাতাকে একটি ক্রেস্ট, একটি লেমিনেটেড পরিচিতি কার্ড ও একটি সম্মাননাপত্র দেয়া হবে। আগামীকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিজস্ব ভবনে সর্বোচ্চ আয়কর দাতা ও দীর্ঘসময় আয়কর দাতাদের সম্মাননা সনদপত্র তুলে দেয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই সনদপত্র বিতরণ করবেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান। এছাছাও বিভিন্ন কর অঞ্চলের কর কমিশনারসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
×