ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হ্যাক সিকিউরিটিজকে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৪:১৭, ২৩ নভেম্বর ২০১৬

হ্যাক সিকিউরিটিজকে ২ লাখ টাকা জরিমানা

ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য প্রতিষ্ঠান হ্যাক সিকিউরিটিজ লিমিটেডকে আইন ভঙ্গের দায়ে ২ লাখ টাকা জরিমানা করেছে কমিশন। কতিপয় বিনিয়োগকারীর দাখিলকৃত অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই জরিমানার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইক্যুইটি ও ঋণ অনুপাত ১২৫% এর ওপর থাকা সত্ত্বেও ফোর্স সেল করে গ্রাহকের ঋণ হিসাব সমন্বয় করার মাধ্যমে মার্জিন রুলস ১৯৯৯ এর রুলস ৩ এবং সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিধিমালা ২০০০ এর বিধি ১১ লঙ্ঘন করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া গ্রাহকের হিসাবের প্রি-আইপিও শেয়ার কমিশন ও স্টক এক্সচেঞ্জকে অবহিত না করে বিক্রি করার মাধ্যমে কমিশনের নির্দেশনা নং-এসইসি/ সিএমআরআরসিডি/ ২০০৯-১৯৩/৪৯ /এ্যাডমিন/ ০৩-৪৮ তারিখ ১৪/০৭/২০১০ এর লঙ্ঘন করেছে হ্যাক সিকিউরিটিজ লিমিটেড। এসব আইন ভঙ্গের কারণে কমিশন প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। -অর্থনৈতিক রিপোর্টার আইডিএলসির রাইট শেয়ার অনুমোদন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের রাইট অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। কমিশন ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার অনুমোদন করেছে। এই রাইটের মাধ্যমে কোম্পানিটি ১২ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার ৫৯৩টি সাধারণ শেয়ার ২০ টাকা মূল্যে (১০ টাকা প্রিমিয়ামসহ) বাজার থেকে পুঁজি উত্তোলনের অনুমতি পেল। এর মাধ্যমে ২৫১ কোটি ৩৬ লাখ ৭১ হাজার ৮৬০ টাকা বাজার থেকে তুলে কোম্পানিটি মূলধন ভিত্তি শক্তিশালী করবে; তথা পোর্টফোলিওতে লেন্ডিং বৃদ্ধি করবে। ২০১৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি এনএভি ৩০ টাকা ৯৭ পয়সা। আর শেয়ার প্রতি ইপিএস ৫ টাকা ৮১ পয়সা। এই রাইট ইস্যুর জন্য ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড। -অর্থনৈতিক রিপোর্টার
×