ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সাড়ে ৬শ’ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৪:১৬, ২৩ নভেম্বর ২০১৬

পুঁজিবাজারে সাড়ে ৬শ’ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। তবে ডিএসইতে বাছাই সূচকটি সামান্য কমেছে। মূলত ছোট পুঁজির কোম্পানিগুলোর চাহিদার দিনে উভয় বাজারেই লেনদেনে আধিপত্য করেছে বস্ত্র খাতের কিছু কোম্পানি। এর মধ্যে সিএমসি কামাল ও ড্রাগন সোয়েটারের মতো দুটি কোম্পানির আগের তুলনায় মুনাফা বাড়ার কারণে দর বৃদ্ধির সর্বোচ্চ সীমায় লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৬৫৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৪৫ কোটি ৭ লাখ টাকা বেশি লেনদেন। সোমবার ডিএসইতে ৬১০ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক দশমিক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৫০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২৯ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৬৪ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বিট্রিশ আমেরিকান ট্যোবাকো, এবি ব্যাংক, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, সিএমসি কামাল, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, গোল্ডেন হার্ভেস্ট, ফরচুন সুজ, ড্রাগন সোয়েটার ও কাসেম ড্রাইসেল। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ড্রাগন সোয়েটার, সিএমসি কামাল, ফু-ওয়াং সিরামিক, এবি ব্যাংক, সালভো কেমিক্যাল, রিজেন্ট টেক্সটাইল, জেএমআই সিরিঞ্জ, জিএসপি ফাইন্যান্স, সাফকো স্পিনিং ও আইএফআইসি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬০৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো: গ্রামীণফোন, এবি ব্যাংক, বেক্সিমকো, বিএসআরএম লিমিটেড, ড্রাগন সোয়েটার, ফরচুন সুজ, পেনিনসুলা চট্টগ্রাম, ইয়াকিন পলিমার, সালভো কেমিক্যাল ও আরএসআরএম স্টিল।
×