ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নাসিক নির্বাচন

বিএনপির প্রার্থী বাছাই সম্পন্ন ঘোষণা আজ

প্রকাশিত: ০৯:০৩, ২২ নভেম্বর ২০১৬

বিএনপির প্রার্থী বাছাই সম্পন্ন ঘোষণা আজ

স্টাফ রিপোর্টার ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রার্থী ঠিক করতে তৃণমূলের মতামত নিয়েছে বিএনপি। সোমবার রাতে তৃণমূল নেতাদের নিয়ে এ বিষয়ে একটি বৈঠক হয়েছে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে। রাত সাড়ে বারোটা পর্যন্ত চলা বৈঠকে প্রার্থী চূড়ান্ত হলেও সিদ্ধান্ত জানানো হয়নি। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। বৈঠকে না’গঞ্জ জেলা বিএনপি সভাপতি তৈমুর আলম খন্দকার, কাজী মনির, এটিএম কামাল, এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, সাবেক এমপি আবুল কালাম আজাদ ও আতাউর রহমান আঙ্গুর অংশ নেন। বৈঠকে তৃণমূলের মতামত নেন চেয়ারপার্সন খালেদা জিয়া। এ সময় মহাসচিব মির্জা ফখরুল উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গেছে না‘গঞ্জ সিটি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে তৈমুর আলম খন্দকারকে প্রার্থী হওয়ার জন্য বলা হলে তিনি নির্বাচন করতে অস্বীকৃতি জানান। এরপর কাকে প্রার্থী মনোনয়ন দেয়া যায় সে বিষয়ে তৃণমূলের মতামত নেয়া হয়। সবাই জেলা বিএনপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেনের নাম প্রস্তাব করেন। জানা গেছে আজ যে কোন সময় বিএনপির প্রার্থী হিসেবে সাখাওয়াত হোসেনের নাম ঘোষণা করা হতে পারে। সোমবার রাত সোয়া নয়টায় এ বৈঠক বসে। চলে রাত সাড়ে বারোটা পর্যন্ত। মোঃ খলিলুর রহমান না’গঞ্জ থেকে জানান, সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ নেতাকর্মীরা কি পারবে দ্বিধাবিভক্তি কাটিয়ে ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভীর পক্ষে কাজ করতে? এ নিয়ে শুরু হয়েছে নানা প্রশ্ন, চলছে আলোচনা। বিষয়টি এখন মহানগরীর মানুষের মুখে মুখে। আইভীকে দলীয় প্রার্থী ঘোষণা করার পর জোরেশোরে প্রশ্ন উঠেছে- মিটবে কি দলের অন্তর্কোন্দল? ইতোমধ্যেই কেন্দ্র থেকে দ্বন্দ্ব নিরসনে নানা উদ্যোগ নেয়া হয়েছে। দৌড়ঝাঁপ শুরু করেছেন স্থানীয় নেতারাও। এ বিভক্তি প্রশমনের উদ্যোগে নিতে ঢাকায় ডাকা হয়েছে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া ডাঃ সেলিনা হায়াত আইভী, সাংসদ শামীম ওসমান, মনোনয়ন বঞ্চিত মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদসহ নেতৃবৃন্দকে। এদিকে সোমবার মেয়র পদে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা মাসুম বিল্লাহ্ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে মেয়র পদে ৬ জন, সাধারণ সদস্য পদে মোট ১৮৫ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৩৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২২ ডিসেম্বর নির্বাচনের ভোটের আগেই বিভক্ত আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ ও নির্বাচনে জয়ী করতে চায় দলটি। এ কারণে ঢাকায় জেলা নেতৃবৃন্দকে ডেকেছেন দলের শীর্ষপর্যায়ের নেতারা। তাদের এ উদ্যোগে দলের বিভক্তি ঘুচে যাবে আশা তৃণমূলের। নির্বাচনে যাতে কোন প্রভাব না পড়ে তাই দলের বিভক্তি নিরসনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তৃণমূলের নেতৃবৃন্দ। প্রার্থী দেবে না জাতীয় পার্টি ॥ জেলা জাতীয় পার্টির সভাপতি আবু জাহের জানান, এখনও মেয়র পদে দলীয় প্রার্থী দেয়ার বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। বিগত দিনে নারায়গঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টিকে সম্মান দেখিয়ে আওয়ামী লীগ কোন প্রার্থী দেয়নি। তাই এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান দেখিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী দেয়া নাও হতে পারে। যুবলীগ নেতা স্বপনের ছোট ভাইয়ের মনোনয়নপত্র সংগ্রহ ॥ নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনে নিহত যুবলীগ নেতা মনিরুজ্জামান স্বপনের ছোট ভাই মিজানুর রহমান রিপন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার তিনি নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানান, সোমবার মেয়র পদে ৬, সাধারণ সদস্য ১৮৫ ও নারী সদস্য পদে ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
×