ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরের সেই শিশু পূজার অস্ত্রোপচার সম্পন্ন

প্রকাশিত: ০৮:৪৭, ২২ নভেম্বর ২০১৬

পার্বতীপুরের সেই শিশু পূজার অস্ত্রোপচার সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ পার্বতীপুরে ধর্ষণের শিকার সেই পাঁচ বছরের শিশু পূজার অস্ত্রোপচার হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুটির দেহে এ অস্ত্রোপচার করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। টানা ৪ ঘণ্টা অস্ত্রোপচার শেষে শিশুটিকে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঢামেক উপ-পরিচালক ডাঃ খাজা মোঃ আবদুল গফুর জনকণ্ঠকে জানান, শিশুটির দেহে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তাকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শিশুটির সুচিকিৎসার্থে গঠিত মেডিক্যাল বোর্ডের অন্যতম সদস্য জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রকল্প পরিচালক ও ঢামেক বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ জানান, আল্লাহর অশেষ রহমতে অস্ত্রোপচার ভাল হয়েছে। শিশুটির প্রস্রাবের পথ তৈরিসহ প্রয়োজনীয় বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর অস্ত্রোপচার করা হয়েছে। আগামী পাঁচ-ছয়দিন পর্যবেক্ষণে রাখার পর নিশ্চিত করে অস্ত্রোপচারের ফলাফল সম্পর্কে বলা যাবে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানান, শিশু অস্ত্রোপচারে অন্যরা ছিলেন, শিশু সার্জারি বিভাগের প্রধান ডাঃ আশরাফুল হক কাজল, জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রকল্প পরিচালক ও ঢামেক বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, গাইনি বিভাগের প্রফেসর ডাঃ সায়েবা আক্তার, নিউরোলজি বিভাগের প্রধান শাহাদাত হোসেন, গাইনি বিভাগের এ্যাসোসিয়েট প্রফেসর ডাঃ ফিরোজা ওয়াজেদ, বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের এ্যাসোসিয়েট প্রফেসর ডাঃ সালমা আলমসহ ১০ জনের বিশেষজ্ঞ দল অস্ত্রোপচারে অংশ নেন। মামলার এজাহারভুক্ত আসামিরা হল একই গ্রামের জহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪২) ও আফজাল হোসেন কবিরাজ (৪৮)। গত ২৪ অক্টোবর রাতে দিনাজপুর শহর থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
×