ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নাট্য পরিচালক আরিফ আল মামুন আর নেই

প্রকাশিত: ০৬:২৫, ২২ নভেম্বর ২০১৬

নাট্য পরিচালক আরিফ আল মামুন আর নেই

স্টাফ রিপোর্টার ॥ তরুণ নাট্য পরিচালক, নাট্যকার ও মঞ্চকর্মী আরিফ আল মামুন আর নেই। সোমবার সকাল সাড়ে ৮টায় হৃদরোগ ইনস্টিটিউটে ইন্তেকাল করেন। (ইন্নাল্লিাহে.... রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। ‘নন্দনপুরের নন্দনেরা’সহ অসংখ্য নাটকের পরিচালক ও নাট্যকার আরিফ আল মামুন ডিরেক্টর গিল্ডের সক্রিয় সদস্য ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে মঞ্চ নাটকের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। বর্তমানে বাংলাদেশ টেলিভিশনে মামুনের পরিচালনায় ‘নতুন দিনের আহ্বান’ নামের একটি ধারাবাহিক প্রচার হচ্ছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের মানুষরা। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন আরিফ আল মামুনের ছোট ভাই আনিস আল সাইমুন। তিনি জানান, আরিফ আল মামুন অসুস্থ হয়ে পড়লে তাকে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে তাকে সিসিইউতে রাখা হয়। অবশেষে চিকিৎসাধীন অবস্থাতেই আজ সকালে তিনি মারা যান। সাইমুন জানান, সোমবার বেলা ১২টার দিকে রাজধানীর গোলাপবাগ মাঠের পাশে জাকেরিন মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর সিপাহিবাগে আরও একটি জানাজা সম্পন্ন হয়। এরপর গোলাপবাগের কবরস্থানে আরিফ আল মামুনকে দাফন করা হয়। আরিফ আল মামুনের জন্ম কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঘাঘরা গ্রামে। তিনি স্ত্রী ও আরিয়ান নামে ছয় বছরের এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে মামুন নির্মাণের পাশাপাশি নাটক লিখতেন এবং অভিনয়ও করতেন। এদিকে আরিফ আল মামুনের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নির্মাতা ও শিল্পীদের মধ্যে। তার সহশিল্পী ও বন্ধুরা গভীর শোক প্রকাশ করে স্মৃতিচারণ করছেন। ডিরেক্টরস গিল্ডের সাংগঠনিক সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর বলেন, আরিফ আল মামুন ডিরেক্টরস গিল্ডের সদস্য ছিলেন। তার মৃত্যুতে ডিরেক্টরস গিল্ড পরিবার শোক প্রকাশ করেছে এবং মামুনের বিদেহী আত্মার শান্তি কামনায় তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আগামী শুক্রবার গোলাপবাগের জাকেরিন জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
×