ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০৬:২৫, ২২ নভেম্বর ২০১৬

হবিগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ শহরের স্বনামধন্য ইংরেজী মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান বিয়াম ল্যাবরেটরী স্কুল কর্তৃপক্ষ কোমলমতি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় অডিটরিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিল মনোমুগ্ধকর নাচ-গান, অভিনয় ও কবিতা আবৃত্তি। শিক্ষিকা কাকলী দত্তের সঞ্চালনা আর শিক্ষিক দেবব্রত রায় পার্থ ও মোঃ আব্দুস সালামসহ ২০ শিক্ষকের সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর ইসলাম, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, কবি তাহমিনা বেগম গিনি প্রমুখ। অনুষ্ঠানে গত ২০১৫ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অত্যন্ত সফলতার সঙ্গে কৃতকার্য জিপিএ-৫, ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি প্রাপ্ত ১৫ জন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রথম, দ্বিতীয়, ও তৃতীয় স্থান অধিকারী ৬০ কোমলমতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ডিসি সাবিনা আলম। শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ক্ষুদে শিক্ষার্থীরা নৃত্য, সঙ্গীত, অভিনয় ও কবিতা আবৃত্তি করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
×