ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে নির্মল যাত্রা উৎসব

প্রকাশিত: ০৬:২৪, ২২ নভেম্বর ২০১৬

ময়মনসিংহে নির্মল যাত্রা উৎসব

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে গত বছরের মতো এবারেও অনুষ্ঠিত হচ্ছে ১০ দিনব্যাপী নির্মল যাত্রা উৎসব। আগামী শুক্রবার ময়মনসিংহ টাউন হল ময়দানে এ উৎসবের উদ্বোধন হবে। এবারের উৎসবে নেতৃত্ব দিচ্ছেন ময়মনসিংহ পৌরসভার মেয়র তরুণ রাজনীতিবিদ ও সংস্কৃতিমনা ব্যক্তিত্ব মোঃ ইকরামুল হক টিটু। টিটুর সভাপতিত্বে সম্প্রতি উৎসবের প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব শাহদাৎ হোসেন খান হীলু, এ্যাডভোকেট আবুল কাশেম, এ্যাডভোকেট আবুল মোতালেব, কবি ইয়াজধানী কুরাইশি কাজল, কবি আমজাদ দোলেন, শাহ মোহাম্মদ আলী প্রমুখ। উৎসবের আহ্বায়ক পৌর মেয়র ইকরামুল হক ঐতিহ্যবাহী যাত্রাশিল্পের পুনঃজাগরণে সৃজনশীল চিন্তা-চেতনা নিয়ে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ময়মনসিংহে যাত্রার যে সুনাম ছিল তা আবার ফিরিয়ে আনতে হবে। এ লক্ষ্যে প্রতি বছর আমরা এ শহরে যাত্রা উৎসবের আয়োজন করব। উৎসব আয়োজনের বিভিন্ন পর্যায়ের উপ-কমিটিতে রয়েছেন-সংগঠনের সভাপতি আবুল বাশার ফকির, সাধারণ সম্পাদক- আবুল হাশেম, শফিকুল ইসলাম লিটন, আব্দুল কাদির, মোঃ লিয়াকত আলী। উৎসবে মঞ্চায়িতব্য যাত্রাপালাগুলো হচ্ছে: ‘অনুসন্ধান’, ‘দেবী সুলতানা’, ‘জীবন নদীর তীরে’, ‘মা-মাটি-মানুষ’, ‘স্বামীর চিতা জ্বলছে’, ‘লালন ফকির’, ‘বাংলার মহানায়ক’, ‘একটি পয়সা’, ‘সাত পাকে বাঁধা’, ‘গলি থেকে রাজপথ’ ও ‘নবাব সিরাজউদ্দৌলা’।
×