ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তৃণমূল পর্যায় থেকে বাছাইকৃত খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মসূচী

ক্রীড়া পরিষদের উদ্যোগ

প্রকাশিত: ০৬:২১, ২২ নভেম্বর ২০১৬

ক্রীড়া পরিষদের উদ্যোগ

স্পোর্টস রিপোর্টার ॥ ‘তৃণমূল থেকে আমরা যাদের সংগ্রহ করেছি, তাদের মধ্যে থেকে প্রতিভাবান খেলোয়াড়রাই হয়তো একদিন পাল্টে দিবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাস। আজকের মুস্তাফিজ আবিষ্কার হয়েছে বিদ্যুৎহীন এক পরিবারে। জাতীয় ক্রীড়া পরিষদও তৃণমূলে মেধাবী মুখ খুঁজে বেড়াচ্ছে। আমাদের বিশ্বাস এই কর্মসূচী থেকে আমরা নতুন দিনের তারকার সন্ধান পাব।’ সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত ‘তৃণমূল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মসূচী ২০১৫-১৬’ প্রকল্পের এক গুরুত্বপূর্ণ সভায় এই কথাগুলো বলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম-সচিব) অশোক কুমার বিশ্বাস। সভায় আরও উপস্থিত ছিলেন প্রকল্পের প্রধান সমন্বয়ক বাদল রায়, রোয়িং ফেডারেশনের সভাপতি মোল্লা মোঃ আবু কাওছার, এ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ খান বাবুল প্রমুখ বক্তব্য রাখেন। সভায় ৩১ ফেডারেশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জানান, জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালিত এই প্রশিক্ষণ কর্মসূচীর অধীনে মোট ৩১টি ক্রীড়া ফেডারেশনের প্রথম পর্যায় প্রায় শেষ হয়েছে। কার্যক্রম শেষে স্ব-স্ব ডিসিপ্লিনের আঞ্চলিক পর্যায়ে বা কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত প্রশিক্ষণপর্ব অনুষ্ঠিত হবে। কর্মসূচী বাস্তবায়ন দফতরের মনিটরিং টিমের কর্মকর্তারা দেশের ৬৪ জেলায় ৩১ ডিসিপ্লিনের চলমান কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন। এখানে উল্লেখ্য যে, দেশের ৬৪টি জেলাকে ৮টি অঞ্চলে বিভক্ত করা হয়। পরিষদের ১৮ প্রশিক্ষকের সমন্বয়ে গঠিত মনিটরিং টিম ও কর্মসূচী পরিচালক অঞ্চলসমূহে অবস্থান করে তৃণমূল পর্যায়ে পরিদর্শনের প্রয়োজনীয় কার্যাদি সম্পাদন করছেন। এই প্রশিক্ষণ কর্মসূচীতে ৩১ ক্রীড়া ফেডারেশনের প্রায় ৫১ হাজার ৩২৩ জন অংশ নেন। মার্সেল ফুটবল লীগে তলানিতে ভিক্টোরিয়া স্পোর্টস রিপোর্টার ॥ ‘মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ’ ফুটবলে সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র খেলায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। বিজয়ী দলের আরিফুর রহমান জোড়া গোল করেন খেলার ১৮ এবং ৩৭ মিনিটে। নিজেদের পঞ্চম ম্যাচে এটা ভিক্টোরিয়ার প্রথম জয়। তারপরও মাত্র ৩ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের তলানিতেই (আট দলের মধ্যে অষ্টম)। পক্ষান্তরে সমান ম্যাচে এটা মোহামেডানের দ্বিতীয় হার। তাদেরও সংগ্রহ ৩ পয়েন্ট। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকায় তারা আছে ভিক্টোরিয়ার এক ধাপ ওপরে সপ্তম স্থানে।
×