ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ

অংশ নিচ্ছেন সাগর-শিলা-জুয়েল

প্রকাশিত: ০৬:২১, ২২ নভেম্বর ২০১৬

অংশ নিচ্ছেন সাগর-শিলা-জুয়েল

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ৬ ডিসেম্বর কানাডার উইন্ডসনের পুলে অনুষ্ঠিতব্য বিশ^ সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নিতে সেখানে যাচ্ছেন বাংলাদেশের তিন সাঁতারু মাহফিজুর রহমান সাগর, মাহফুজা খাতুন শিলা এবং জুয়েল আহমেদ। বর্তমানে তারা ঢাকার মিরপুর সুইমিংপুলে অনুশীলন করছেন। ২৫ মিটার পুলের (শর্ট কোর্স) ৬ দিনব্যাপী এ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সাঁতারুরা অংশ নেবেন দুটি করে ইভেন্টে। সাগর অংশ নেবেন ৫০ ও ১০০ মিটার ফ্রি স্টাইলে, শিলা ৫০ ও ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে এবং জুয়েল ৫০ ও ১০০ মিটার ব্যাক স্ট্রোকে। সাগর পুলে নামবেন ৮ ডিসেম্বর ১০০ মিটারে এবং ১০ ডিসেম্বর ৫০ মিটারে। শিলার ইভেন্ট ৬ ডিসেম্বর ৫০ মিটার ও ৯ ডিসেম্বর ১০০ মিটার। জুয়েল ৫০ মিটার সাঁতরাবেন ৬ ডিসেম্বর ও ১০০ মিটারে ৮ ডিসেম্বর। ফেডারেশনের কর্মকর্তারা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সাঁতার দলের জিও এবং অন্যান্য প্রয়োজনীয় কাজ সারতে ব্যস্ত। তিন সাঁতারুর সঙ্গে যাচ্ছেন তিন কর্মকর্তাও। সাবেক তারকা সাঁতারু মাহফুজা রহমান তানিয়া ৬ সদস্যের দলের নেতৃত্বে থাকবেন। আরও আছেন আমিরুল ইসলাম ও জসিমউদ্দিন খসরু। উত্তরা হকি ক্লাবের বড় জয় স্পোর্টস রিপোর্টার ॥ গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকিতে সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ পুলিশ এ্যাথলেটিক ক্লাবের সঙ্গে। গোল করেন পুলিশের রানা দাস ও নাহিদ একটি করে। ফরাশগঞ্জের হয়ে বন্ধন জোড়া গোল করেন। এই ড্রয়ে পুলিশের সংগ্রহ সাত ম্যাচে ১৬ পয়েন্ট ও ফরাশগঞ্জের ৮ ম্যাচে ১৭ পয়েন্ট। দিনের অপর ম্যাচে উত্তরা হকি ক্লাব ৬-০ গোলে হারায় শান্তিনগর স্পোর্টিং ক্লাবকে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল উত্তরা। উত্তরার ৮ ম্যাচে ১৫ পয়েন্ট। সমান ম্যাচে শান্তিনগরের সংগ্রহ মাত্র এক পয়েন্ট। মিসবাহর অনুপস্থিতিতে অধিনায়ক আজহার স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ড সফরটা মোটেই ভাল যাচ্ছে না পাকিস্তানের। ক্রাইস্টচার্চে লজ্জার হারে ইতোমধ্যে দুই টেস্টের সিরিজে ১-০তে পিছিয়ে পড়েছে, ‘হোয়াইটওয়াশ’ এড়ানোর শেষ লড়াইয়ে নিয়মিত অধিনায়ক মিসবাহ-উল হককে পাচ্ছে না তারা। শ্বশুরের মৃতুত্যে মিসবাহ এমনিতে দেশে ফিরে গেছেন, তার ওপর সেøা-ওভার রেটের কারণে আইসিসি কর্তৃক এক টেস্টের জন্য নিষিদ্ধ হয়েছেন ৪২ বছর বয়সী এই তারকা ক্রিকেটার। যে কারণে প্রথম টেস্টে মিসবাহর ৪০ ও সতীর্থদের ২০ শতাংশ ম্যাচ ফি কেটে নেয়া হয়। ইংল্যান্ড সফরেও এক টেস্টে সেøা-ওভার রেট হয়েছিল। নিয়ম অনুযায়ী এক ফরমেটে এক বছরের মধ্যে দু’বার সেøা-ওভার রেটে বোলিং করলে অধিনায়ককে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়। ২০১০ সালে দায়িত্ব পাওয়ার পর এ নিয়ে মাত্র দুটি টেস্টে বাইরে পাকিস্তানের কা-ারি। তার পরিবর্তে হ্যামিল্টনে (শুক্রবার) সিরিজ বাঁচানোর টেস্টে অধিনায়কত্ব করবেন ওয়ানডের দায়িত্বে থাকা আজহার আলী। এমনটাই নিশ্চিত করেছে পাকিস্তাান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
×