ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সি আর সেভেনের হাতে ইউরোপসেরার ট্রফি দেখছেন জিনেদিন জিদান, মেসিকে নিয়ে চিন্তিত নন লুইস এনরিকে

ব্যালন ডি’অর জয়ে আশাবাদী পর্তুগীজ তারকা রোনাল্ডো

প্রকাশিত: ০৬:২১, ২২ নভেম্বর ২০১৬

ব্যালন ডি’অর জয়ে আশাবাদী পর্তুগীজ তারকা রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ কয়েক বছর পর আবারও ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরার পুরস্কার আলাদা হয়ে গেছে। তবে আলাদা হলেও এবার দু’টি পুরস্কারই একজনের হাতে শোভা পাবে বলে ধারণা করছেন সংখ্যাগরিষ্ঠরা। তিনি হচ্ছেন সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০১৬ সালের ব্যালন ডি’অর এ্যাওয়ার্ড রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা পাবেন এটা যেন অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানও এমন ভবিষ্যদ্বাণী করেছেন। এবার আর অন্য কেউ নন, স্বয়ং সি আর সেভেনও বলেছেন তিনি ব্যালন ডি’অর জয়ে আশাবাদী। পর্তুগীজ অধিনায়ক আত্মবিশ্বাসী ঢংয়ে জানিয়েছেন, ২০১৬ সালের ব্যালন ডি’অর জিততে সম্ভব সবকিছুই করেছেন তিনি। বছর জুড়ে ধারাবাহিক পারফর্মেন্সের জন্য ফ্রান্স ফুটবলের দেয়া বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার দৌড়ে এবার এগিয়ে রোনাল্ডো। এর আগে তিনবার এই পুরস্কার জেতা রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড গত মে মাসে দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লীগ জেতার পর জুলাইয়ে দেশের প্রথম ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ে নেতৃত্ব দেন। বিশ্ব জুড়ে সাংবাদিকদের ভোটে নির্বাচিত ইউরোপের সেরা ফুটবলারের নাম আগামী ১৩ ডিসেম্বর ঘোষণা করবে ফ্রান্স ফুটবল। এর আগে সাক্ষাতকারে রোনাল্ডো বলেন, এই মৌসুমের (২০১৫-১৬) জন্য আমি সবকিছুই করেছি। আমরা চ্যাম্পিয়ন্স লীগ জিতেছি। পর্তুগালের হয়ে ইউরো জিতেছি। ভোট আমার ওপর নির্ভর করে না আর এই বিষয়ে আমি ব্যস্তও থাকতে চাই না। এরপর সময়ের অন্যতম সেরা তারকা বলেন, তবে আপনি যদি জিজ্ঞাসা করেন আমি ব্যালন ডি’অর জিততে চাই কিনা। আমি বলব, হ্যাঁ। সব শিরোপা নিয়ে আমার জন্য এই বছরটা ছিল অসাধারণ। এটা আমার সেরা মৌসুম, তাতে কোন সন্দেহ নেই। গত মৌসুমে রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলে ৪৮ ম্যাচে ৫১ গোল করেন রোনাল্ডো। এরমধ্যে দলকে চ্যাম্পিয়ন্স লীগ জেতাতে ১২ ম্যাচে করেন রেকর্ড ১৬ গোল। আর ইউরোতে তিনটি গোল করেন পর্তুগাল অধিনায়ক। তবে চলতি মৌসুমের শুরুতে নিজের মান অনুযায়ী খেলতে না পারায় সমালোচনার মুখে পড়েন। কিন্তু শনিবার রাতে লা লিগায় এ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করে সেসব সমালোচনার জবাব দিয়েছেন সি আর সেভেন। ওই ম্যাচ শেষে রিয়াল কোচ জিনেদিন জিদান বলেন, রোনাল্ডোর দারুণ এই পারফর্মেন্সের পর এবারের ব্যালন ডি’অর নিয়ে বাকি অনিশ্চয়তাটুকুও শেষ হয়ে গেছে। ২০০৮, ২০১৩ ও ২০১৪ সালের বর্ষসেরা রোনাল্ডো এবার সেরা হবেন জানিয়ে জিদান বলেন, এবার যে রোনাল্ডোই সেরা হবে এ বিষয়ে আমি কোন সন্দেহ দেখছি না। অসাধারণ মৌসুম কাটিয়েছে সে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কারের জন্য রোনাল্ডোর সামনে এবার সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে ২০১৫ সালের বিজয়ী লিওনেল মেসি ও এ্যাটলেটিকো মাদ্রিদের এ্যান্টোনিও গ্রিজম্যানকে। ১৯৯৮ সালে ব্যালন ডি অর বিজয়ী জিদান বিশ্বাস করেন চতুর্থবারের মতো এই খেতাব জয়ে রোনাল্ডোকে আর কেউ আটকাতে পারবে না। তিনি বলেন, রোনাল্ডোই যে সেরা সে ব্যাপারে আমার কখনই কোন সন্দেহ ছিল না। এদিকে বার্সিলোনার সেরা তারকা মেসিকে নিয়ে দুশ্চিন্তা উড়িয়ে দিয়েছেন দলটির কোচ লুইস এনরিকে। আর্জেন্টাইন অধিনায়কের অসুস্থতা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন বার্সা কোচ। এনরিকে বলেন, একটি ম্যাচ না খেলার জন্য মেসির অবস্থা খুব খারাপ হতে হয়। তবে এটা মারাত্মক কিছু নয়। এরই মধ্যে সে সেরে উঠছে। আমরা মেসিকে হারিয়েছি, আমরা সুয়ারেজকে হারিয়েছি। তবে এই দলই ম্যাচ জেতে। লা লিগায় মালাগার রক্ষণাত্মক খেলার সমালোচনা করে এনরিকে বলেন, তারা নিজেদের সীমানায় ১০ জন খেলোয়াড় রেখেছে। আপনাকে বল মুভ করাতে হবে আর কিছু জায়গা বানানোর চেষ্টা করতে হবে। প্রথমার্ধে তারা যখন সতেজ ছিল, তখন এটা আরও কঠিন ছিল।
×