ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুপুর ১টায় রংপুর রাইডার্স-খুলনা টাইটান্স লড়াই, সন্ধ্যা পৌনে ৬টায় মুখোমুখি বরিশাল বুলস-চিটাগাং ভাইকিংস

খুলনাকে হারালেই শীর্ষস্থান রংপুরের

প্রকাশিত: ০৬:১৯, ২২ নভেম্বর ২০১৬

খুলনাকে হারালেই শীর্ষস্থান রংপুরের

স্পোর্টস রিপোর্টার ॥ চট্টগ্রাম পর্ব শেষ হচ্ছে আজ। চট্টগ্রাম পর্বের শেষদিনে ফিরতি ম্যাচে আজও দু’টি ম্যাচ। দুপুর ১টায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্স এবং সন্ধ্যা পৌনে ৬টায় লড়বে বরিাশাল বুলস ও চিটাগাং ভাইকিংস। ঢাকায় অনুষ্ঠিত প্রথম পর্বে রংপুরের কাছে ৯ উইকেটে বিধ্বস্ত হয়েছিল খুলনা। আর চিটাগাংয়ের বিরুদ্ধে ৭ উইকেটের অনায়াস জয় তুলে নিয়েছিল বরিশাল। এ কারণে আজ প্রতিশোধের মিশন তামিম ইকবালের চিটাগাং ও মাহমুদুল্লাহ রিয়াদের খুলনার। আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ দুটি ম্যাচ শেষে আবার ঢাকায় ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল টি২০) প্রতিযোগিতা। ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার থেকে তৃতীয় ও শেষপর্ব শুরু হবে যার সমাপ্তি ঘটবে ৯ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে। ঢাকায় অনুষ্ঠিত প্রথমপর্বে শীর্ষস্থানে থেকে বন্দরনগরীতে পাড়ি জমিয়েছিল ঢাকা। তাদের সেই একক শীর্ষস্থান খর্ব হয়েছে। রাজশাহী শেষ ম্যাচে ঢাকাকে হারিয়ে অবশেষে জয়ের ধারায় ফিরেছে। কুমিল্লাও জয়ের দেখা পেয়েছে। তাই শিরোপা জয়ের অন্যতম ফেবারিট হয়ে ওঠা ঢাকা ডায়নামাইটসের চট্টগ্রাম পর্ব খারাপ গেলেও বাকি দলগুলোর বেশ ভালই গেছে। আজ শেষটা ভাল করার জন্য মাঠে নামবে বাকি চার দল। মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে দুর্দান্ত খেলে একের পর এক চমক দেয়া খুলনা টাইটান্স গত ম্যাচশেষেই প্রথমবারের মতো শীর্ষস্থান দখলে নিয়েছে। শুধু তাদেরই পয়েন্ট ১০, মাত্র এক ম্যাচ হেরেছিল বিপিএলের নবাগত দলটি। সেই পরাজয়ের স্মৃতিটা বেশ তিক্ত। রাজশাহী কিংসের বিরুদ্ধে ৩ রানের রুদ্ধশ্বাস জয় দিয়ে শুরু করা দলটি পরের ম্যাচেই লজ্জাজনক রেকর্ড গড়ে হার দেখে। বিপিএল ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ৪৪ রানে গুটিয়ে গিয়ে ৯ উইকেটে হেরেছিল তারা। আর সেই ম্যাচের প্রতিপক্ষ ছিল রংপুর রাইডার্স। এরপর আর কিন্তু পেছনে ফিরে তাকাতে হয়নি, টানা জয়ের চতুষ্টয় পূর্ণ করে এখন এককভাবে শীর্ষস্থানে তারা। রংপুরের বিরুদ্ধে ওমন দুর্ভাগ্য সঙ্গী না হলে এখন আরও শক্ত অবস্থানে থাকতো খুলনা। তাই প্রতিশোধের তীব্র স্পৃহা নিয়েই রংপুরের মুখোমুখি হবে তারা। নির্মম পরাজয়ের কঠিন প্রতিশোধ নেয়ার মতো অনেক অনুপ্রেরণাই আছে এখন দলের মধ্যে। ব্যাটে-বলে সামনে থেকে একাই দলকে জিতিয়ে দিচ্ছেন যোগ্য নেতৃত্ব দেয়া মাহমুদুল্লাহ। আর বোলিংয়ে দারুণ ফর্মে থাকা পেসার শফিউল ইসলাম চলতি আসরে ১৩ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে। এছাড়া পাক পেসার জুনাইদ খানও ১০ উইকেট শিকার করে দারুণ বোলিং জুটি গড়ে তুলেছেন। ফর্মের তুঙ্গে থাকা দলটির জন্য এরপরও ছন্দপতন ঘটার যথেষ্ট সম্ভাবনা আছে আজ। খুলনার চেয়ে এক ম্যাচ কম খেলে (৫ ম্যাচ) ৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ৩ নম্বরে রংপুর, তবে রানরেটে অনেক এগিয়ে। আজ জিততে পারলেই এককভাবে শীর্ষস্থান দখল করবে তারা। ঢাকাপর্বে ডায়নামাইটসের কাছে ৭৮ রানের পরাজয়টাই শুধু গলায় কাঁটা হয়ে বিঁধে আছে রংপুরের। কিন্তু ইতোমধ্যে আরও শক্তিধর হয়ে উঠেছে দলটি। চট্টগ্রাম পর্বে টানা দুই ম্যাচও জিতেছে। দলের সঙ্গে যোগ হয়েছেন প্রোটিয়া বিধ্বংসী ব্যাটসম্যান ডেভিড মিলার, পাক পেসার আনোয়ার আলী। রানের মধ্যে আছেন মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ শাহজাদ। বোলিংয়ে ফর্মে ফিরেছেন পেসার রুবেল হোসেন। আর ধারাবাহিকভাবে দুর্দান্ত বোলিং করছেন তিন স্পিনার সোহাগ গাজী, আরাফাত সানি ও শহীদ আফ্রিদি। তাই জয়ের লক্ষ্যেই মাঠে নামবে তারা। সন্ধ্যার ম্যাচে বরিশাল বুলসের বিরুদ্ধে প্রতিশোধের মিশন চিটাগাং ভাইকিংসের। আগের ম্যাচে ৭ উইকেটে হেরেছিল তামিমের চিটাগাং। এবার ঘরের মাটিতে জয় দিয়ে ভাল একটি অবস্থান নিয়ে শেষ করার সুযোগ। সাগরিকাতেই জয়ের ধারায় ফিরেছে তারা। তবে বরিশালের চট্টগ্রাম পর্বটা বেশ বাজে গেছে এখন পর্যন্ত। দুই ম্যাচেই হেরেছে তারা। আজ জয় নিয়ে শেষ করে বন্দরনগরী থেকে উজ্জীবিত হয়েই ফিরতে চায় মুশফিকুর রহীমের দল। সন্ধ্যায় এ ম্যাচটি শেষেই সমাপ্তি ঘটবে চট্টগ্রাম পর্বের।
×