ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশাখাপত্তম টেস্টে ২৪৬ রানের হার ইংল্যান্ডের

দাপুটে জয়ে এগিয়ে গেল ভারত

প্রকাশিত: ০৬:১৮, ২২ নভেম্বর ২০১৬

দাপুটে জয়ে এগিয়ে গেল ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যাচ শুরুর আগে পিচ কিউরেটর জানিয়েছিলেন, দ্বিতীয়দিন থেকেই বিশাখাপত্তমে স্পিনাররা দাপট দেখাবে। সেটিই সত্যি হলো। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও অভিষিক্ত জয়ন্ত যাদবের ঘূর্ণিতে বেসামাল ইংল্যান্ড দ্বিতীয় টেস্টটা হেরে গেছে ২৪৬ রানের লজ্জাজনক ব্যবধানে। ৪০৫ রানের অসম্ভব লক্ষ্যে ব্যাট করা এ্যালিস্টার কুকের দল সোমবার শেষদিনে অলআউট হয়েছে মাত্র ১৫৮ রানে। অথচ ২ উইকেটে ৮৭ রান নিয়ে দিন শুরু করেছিল তারা। প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ ছিল ২৫৫। ভারত ৪৫৫ ও ২০৪। দুই ইনিংস মিলিয়ে ১৫ উইকেট নিয়েছেন ভারতীয় স্পিনাররা। ম্যাচে ৮ শিকারের পথে এ বছর সর্বাধিক উইকেটের (৫৫) মালিক বনে গেছেন তুখোড় অশ্বিন। তবে ১৬৭ ও ৮১ রানের দুর্দান্ত দুটি ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। এই জয়ে পাঁচ টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে গেল ভারত। রাজকোটের প্রথম ম্যাচ ড্র হয়েছিল। মোহালিতে শনিবার শুরু তৃতীয় দ্বৈরথ। ঘরের মাটিতে মূলশক্তি ভারতীয় স্পিনজাদুতে ধরাশায়ী ইংল্যান্ড। আগেরদিন ২ উইকেট পড়তে যেখানে সময় লেগেছিল ৬০ ওভার, সেখানে শেষদিনে ৩৭ ওভারের মধ্যে ৭১ রান তুলতে বাকি ৮ উইকেটের পতন। সকাল থেকে অশ্বিন-জাদেজাদের একেকটা ডেলিভারি মোকাবেলা করতে গলগর্ধম ইংলিশরা। অধিনায়ক কুক (৫৪) ও তরুণ হাসিব হামিদের (২৫) চোয়ালবদ্ধ প্রতিরোধ ভেঙ্গে গিয়েছিল চতুর্থদিনের শেষ সময়। পঞ্চমদিনে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং। জো রুট সামান্য লড়াই করলেও অশ্বিনদের সামনে বাকিরা রীতিমতো অসহায়। লাঞ্চের আগেই রুটসহ ৫ ব্যাটসম্যানকে ফিরিয়ে কাজটা অনেক এগিয়ে নেয় ভারত। দ্বিতীয় সেশনে খুব দ্রুতই সেটি সম্পন্ন হয়। দেড় দিনে চার শর ওপরে লক্ষ্য নিয়ে নামা ইংল্যান্ড গুটিয়ে যায় দেড় শ’তে। এদিন সর্বোচ্চ রান (১০৭ বলে ২৫) এসেছে ওই রুটের ব্যাট থেকেই। জনি বেয়ারস্টো ৪০ বলে অপরাজিত ৩৪। কিন্তু হার এড়াতে সেটি যথেষ্ট ছিল না। দুই স্পিনার অশ্বিন ও জয়ন্ত নিয়েছেন ৩টি করে উইকেট। জাদেজা ও পেসার শামির শিকার ২টি করে। দিনের শুরুতেই বেন ডাকেট ফেরেন শূন্য (০) রানে। সিরিজে চার ইনিংসে তৃতীয়বারের মতো অশ্বিনের শিকারে পরিণত হন তিনি। মঈন আলিও (২) টিকতে পারেননি। জাদেজার বলে কোহলির হাতে ধরা পড়েন এই তারকা অলরাউন্ডার। এরপর ভরসা বলতে বেন স্টোকস। তিনিও ব্যর্থ। ৬ রান করে জয়ন্তর বলে পরিষ্কার বোল্ড। ৪১ টেস্টেই ২২ বারের মতো ৫ উইকেট নিয়ে প্রথম ইনিংসেই কোর্টনি ওয়ালস-ওয়াকার ইউনুসের মতো গ্রেটদের পাশে নাম লিখিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে আরও ৩ শিকারে রঙ্গনা হেরাথকে টপকে চলতি বছর টেস্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক বনে গেছেন অশ্বিন। এ বছর ৯ টেস্টে তার উইকেট ৫৫। হেরাথ ৮ টেস্টে ৫৪। ১৩ টেস্টে ৪৬ উইকেট নিয়ে তৃতীয় স্থানে স্টুয়ার্ট ব্রড।
×