ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা পরিবার স্বীকৃতি দাবি

প্রকাশিত: ০৬:০০, ২২ নভেম্বর ২০১৬

মুক্তিযোদ্ধা পরিবার স্বীকৃতি দাবি

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে স্বীকৃতি চায় চুঙ্গা মুকবুলের পরিবার। এক বিজ্ঞপ্তিতে মৃত চুঙ্গা মুকবুলের ছেলে আবুল কালাম (শহীদ) দাবি করেন, তার বাবাসহ তারা তিন ভাই একাত্তরে দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। ওই যুদ্ধে তার এক ভাই শহীদ হন এবং অরেক ভাই যুদ্ধাহত হিসেবে পঙ্গু জীবন যাপন করছেন। তার বাবা যুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে সরকারী গেজেটে তাদের নাম নেই। গেজেটে নাম অন্তর্ভুক্ত করার জন্য বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণও করেছেন আবুল কালাম। বিজ্ঞপ্তিতে নোয়াখালীর সুধারাম থানার নেওয়াজপুরের মৃত চুঙ্গা মুকবুলের ছেলে আবুল কালাম (শহীদ) দাবি করেন, তার বাবা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হোসেন শহীদ সোহরাওয়ার্দীর শিষ্য ছিলেন। স্বাধীনতা সংগ্রামের সময় নোয়াখালীর জনসভায় বক্তৃতা দেয়ার জন্য চুঙ্গা তৈরি করে দেয়ার জন্য জাতির জনক বঙ্গবন্ধুসহ ওই সময়ের নেতারা তাকে চুঙ্গা মুকবুল উপাধি দেন। আবুল কালাম আরও দাবি করেন, তাদের তিন ভাইকে নিয়ে চুঙ্গা মুকবুল মুক্তিযুদ্ধে যোগদান করেন। ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে ডি সেক্টরে ভারতীয় মিত্র বাহিনীর সঙ্গে যুদ্ধে অংশ নেন। তাদের তিন ভাইয়ের মধ্যে এক ভাই জাফর উল্যাহ মুক্তিযোদ্ধে শহীদ হন এবং আরেক ভাই আহসান উল্যাহ যুদ্ধে আহত হয়ে এখনও পঙ্গু জীবন যাপন করছেন, বাবা মারা গেছেন অনেক আগেই। তিনি নিজেও নানা রোগে আক্রান্ত বলে দাবি করেন। বিজ্ঞপ্তিতে আবুল কালাম বলেন, পারিবারিকভাবে তারা মুক্তিযোদ্ধা পরিবার হলেও মুক্তিযোদ্ধাদের সরকারী তালিকায় (গেজেটে) তাদের কারও নাম নেই। ডিএনসিসির আধুনিক পশু জবাইখানা উদ্বোধন স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মহাখালীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আধুনিক পশু জবাইখানা উদ্বোধন করা হয়েছে। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মেসবাহুল ইসলাম এটি উদ্বোধন করেন। রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে স্বাস্থ্যকর পরিবেশে জবাইকৃত মাংস সরবরাহের সুবিধার্থে ডিএনসিসি’র উদ্যোগে ইসলামিক রিলিফ, ইউএসএ’র অর্থায়নে এবং ইসলামিক রিলিফ, বাংলাদেশের সহায়তায় আধুনিক এ পশু জবাইখানাটি নির্মাণ করা হয়েছে। এখানে প্রতিদিন ছোট-বড় ৩০০টি পশু জবাই করা সম্ভব হবে। সোমবার গণমাধ্যমে ডিএনসিসি’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি’র পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. তারিক বিন ইউসুফ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমদাদুল হক, ইসলামিক রিলিফ, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শাবেল ফিরোজ উপস্থিত ছিলেন। তেলকূপে আগুন ইরাকে মসুল নগরীর ৭০ কিলোমিটার দূরে কায়ারাহ শহরে রবিবার পিছুহটা আইএস জঙ্গীরা তেলকূপে আগুন ধরিয়ে দিলে আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। এ সময় স্কুল থেকে ফেরা মায়েরা সন্তানদের নিয়ে নাক চেপে বাড়ি ফেরে। স্থানীয়রা জানায়, তারা শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছে।-এএফপি ‘ভ্যাসলিন হিলিং প্রোজেক্ট’ চালু ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের স্কিন কেয়ার ব্র্যান্ড ভ্যাসলিন সম্প্রতি সুবিধাবঞ্চিত এলাকার মানুষের ত্বকের সুস্থতায় সাহায্য করতে ‘ভ্যাসলিন হিলিং প্রোজেক্ট’ চালু করেছে। ‘ভ্যাসলিন হিলিং প্রোজেক্ট’-এর সঙ্গে সংশ্লিষ্ট হয়েছেন অভিনেত্রী, চিত্রশিল্পী বিপাশা হায়াত। এই প্রোজেক্টে মডার্ন ট্রেড পার্টনার হিসেবে আছে ইউনিমার্ট। গত ১৯ নবেম্বর বিপাশা হায়াত ঢাকার গুলশান ২-এ অবস্থিত ইউনিমার্টে উপস্থিত হয়ে ‘ভ্যাসলিন হিলিং প্রোজেক্ট’-এর জন্য বিশেষভাবে স্থাপন করা কিয়স্ক উদ্বোধন করেন। সুবিধাবঞ্চিত মানুষদের ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি দেয়ার জন্য এসব কিয়স্ক সর্বসাধারণের জন্য উন্মুক্ত। -বিজ্ঞপ্তি
×