ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু, তরুণীর আত্মহত্যা

প্রকাশিত: ০৫:৫৯, ২২ নভেম্বর ২০১৬

রাজধানীতে ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু, তরুণীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কদমতলীতে ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার মেয়ে ও মা গুরুতর আহত হয়েছে। এদিকে উত্তরায় বাসের ধাক্কায় আরেক পথচারী নিহত হয়েছে। অন্যদিকে রামপুরায় এক তরুণী আত্মহত্যা করেছে। অপরদিকে বনানীতে বিদেশগামীদের ভুয়া মেডিক্যাল রিপোর্ট তৈরির অভিযোগে দুই বেসরকারী মেডিক্যাল সেন্টারকে ১৮ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বিপুল পরিমাণ মাদকসহ ১৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মতিঝিলে তিন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রগুলো জানায়, সোমবার বিকেলে রাজধানীর কদমতলী এলাকায় ট্রাকের ধাক্কায় রোকেয়া বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় মেয়ে তানিয়া (৭) ও তার মা কাজলা বেগম (৫০) গুরুতর আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মা কাজলা বেগম জানান, তানিয়াকে নিয়ে গ্রামের বাড়ি বরিশালের কুমোরপাড়া থেকে সোমবার বিকেল ৫টায় পুরান ঢাকার পোস্তগোলা ব্রিজে নমেন। তিনি জানান, এ সময় তার মেয়ে রোকেয়া নারায়ণগঞ্জ থেকে তাদের নিতে আসে। পরে তারা তিনজন মিলে ব্রিজের ঢাল দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। পরে পথচারীরা তাদের উদ্ধার করে সন্ধ্যার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক মেয়ে রোকেয়া বেগমকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর ম-ল জানান, ঘটনার পর জনতা ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে। এদিকে, একই দিন ভোরের দিকে রাজধানীর উত্তরায় নের ধাক্কায় অজ্ঞাত (৫০) এক পথচারীর মৃত্যু হয়েছে। উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) রহমত উল্লাহ জানান, ভোরের দিকে উত্তরার আজমপুর কাঁচাবাজারসংলগ্ন রাস্তায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ওই পথচারী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে। নিহতের পরনে হাফহাতা গোলাপি রংয়ের শার্ট ও লুঙ্গি ছিল। তরুণীর আত্মহত্যা ॥ রাজধানীর রামপুরায় রিগানা সুলতানা (২০) নামে এক তরুণী আত্মহত্যা করেছে। রবিবার গভীর রাতে পুলিশ পূর্ব রামপুরার একটি বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। নিহতের বাবার নাম ইব্রাহিম। গ্রামের বাড়ি শেরপুর জেলার নকলা এলাকায়। ১৮ লাখ টাকা জরিমানা ॥ বিদেশগামীদের ভুয়া মেডিক্যাল রিপোর্ট তৈরির অভিযোগে রাজধানীর বনানীর দুই বেসরকারী মেডিক্যাল সেন্টারকে ১৮ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করে। র‌্যাব জানায়, সোমবার বিকেলে র‌্যাব-১-এর ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বনানীর গল্ফ ও আল আবির নামে ওই দুটি মেডিক্যাল সেন্টারে অভিযান চালায়। র‌্যাব-১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, প্রতিষ্ঠান দুটিকে বিদেশগামীদের জন্য ভুয়া মেডিক্যাল রিপোর্ট তৈরির দায়ে ১৮ লাখ টাকা জরিমানা করেন। এর মধ্যে মেডিক্যাল প্রতিষ্ঠান গল্ফকে ১২ লাখ এবং আল আবিরকে ৬ লাখ জরিমানা করা হয়। সারওয়ার আলম জানান, এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। ১৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ॥ রাজধানীতে ১৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডিএমপির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসএম হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রবিবার রাতভর ডিএমপির থানা ও গোয়েন্দা পুলিশ নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ব্যবসায়ীকে আটক করে। তিনি জানান, এ সময় তাদের কাছ থেকে ৩শ’ পিস ইয়াবা, ৪৫ গ্রাম ও ৪০ পুরিয়া হেরোইন, ৯১৫ গ্রাম গাঁজা ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তিন ভুয়া ডিবি গ্রেফতার ॥ রাজধানীর মতিঝিলে তিন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলোÑ শহীদ, ইউসুফ ও মানিক। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মতিঝিল বাণিজ্যিক এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করে মতিঝিল থানায় নিয়ে যাওয়া হয়। মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিকেলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মতিঝিল বাণিজ্যিক এলাকায় ভুয়া ডিবি পুলিশ সদস্য পরিচয়ে কয়েকজন প্রবেশ করেছে। সাড়ে ৪টার দিকে সেখানে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ চলছে।
×