ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ্যালকোহলের মাত্রা মনিটর করবে ট্যাটু

প্রকাশিত: ০৫:৫৮, ২২ নভেম্বর ২০১৬

এ্যালকোহলের মাত্রা মনিটর করবে ট্যাটু

এখন থেকে মদ্যপায়ীদের রক্তে এ্যালকোহলের মাত্রা বুঝতে কোন প্রকার ডাক্তারি পরীক্ষার প্রয়োজন নেই। একেবারে মুহূর্তের মধ্যে সঠিক সময়ে জানা যাবে একজন ঠিক কতটা এ্যালকোহল গ্রহণ করতে পারবে। সম্প্রতি বিজ্ঞানীরা একটি স্কিন ট্যাটু তৈরি করেছেন যা শরীরের ঘাম থেকে এ্যালকোহলের মাত্রা নির্ধারণ করে সেই তথ্য পাঠিয়ে দেবে আপনার স্মার্টফোনে। এর ফলে অনায়াসেই বুঝতে পারবেন ঠিক কখন আপনার থামা উচিত। যাতে আপনি এ্যালকোহল গ্রহণ করে বেসামাল না হয়ে পড়েন। এই ট্যাটু তাদের জন্য বিশেষ উপকারী যারা মদ্যপানের সময়ে মাত্রাজ্ঞান হারিয়ে ফেলেন। একেবারে সাধারণ সাময়িক ট্যাটুর মতো দেখতে হলেও এতে রয়েছে বায়োসেন্সর প্যাঁচ যাতে বসানো রয়েছে অসংখ্য ফ্লেক্সিবল ওয়্যারলেস কম্পোনেন্ট। এমনটাই জানিয়েছেন ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল ইমেজিং এ্যান্ড বায়োইঞ্জিনিয়ারিংয়ের সদস্য সেইলা সেলিমভিক। সমীক্ষায় দেখা গেছে শুধু যক্তরাষ্ট্রে মদ্যপানজনিত কারণে প্রতিবছর প্রায় ৮৮ হাজার মানুষ মারা যায়। -মেন্টালফ্লস অবলম্বনে।
×