ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যুবলীগের অনুষ্ঠানে হাতাহাতি

চট্টগ্রামে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, দু’জন ছুরিকাহত

প্রকাশিত: ০৫:৫৭, ২২ নভেম্বর ২০১৬

চট্টগ্রামে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, দু’জন ছুরিকাহত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে লালদীঘি মাঠে সোমবার বিকেলে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। এদিকে, সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ছুরিকাহত হয়েছেন দু’জন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগ সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে লালদীঘি মাঠে। যুবলীগ সদস্য ওয়াসিম উদ্দিন ও কাউন্সিলর মোবারক আলীর অনুসারীদের এবং দেওয়ানবাজার ওয়ার্ড যুবলীগের পৃথক তিনটি মিছিল একসঙ্গে মাঠে প্রবেশ করার পর সমাবেশস্থলের পেছনে হাতাহাতি ও চেয়ার ছোঁড়াছুঁড়ি হয়। মঞ্চে থাকা নেতাদের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। একসঙ্গে কয়েকটি মিছিল আসার পর স্থান সঙ্কুলান না হওয়ায় ধাক্কাধাক্কি থেকে এ অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে জানান নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ। এটি কোন গ্রুপিং বা কোন্দল নয় বলে তিনি দাবি করেন। সমাবেশে প্রধান অতিথি ড.অনুপম সেন বলেন, যুবসমাজ সুশিক্ষিত ও কর্মঠ হলে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। বঙ্গবন্ধু সব ময় যুবকদের সামনে রাখার চেষ্টা করতেন। তার কন্যা শেখ হাসিনাও তরুণদের প্রাধান্য দিচ্ছেন। কারণ,আজকের তরুণরাই আগামীদিনে সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেবে। মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, ইতিবাচক কর্মের মাধ্যমে জনগণের কাছে পৌঁছাতে হবে। পদ-পদবি ব্যবহার করে নিজেকে জাহির করে, ব্যক্তির নামে স্লোগান দিয়ে নেতা হওয়া যায় না। মহানগর যুবলীগ আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, নগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদকম-লীর সদস্য শফিক আদনান, চন্দন ধর, মশিউর রহমান। এদিকে, সোমবার দুপুরে সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজের ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে দু’জন ছুরিকাহত হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা। আহত মহিবুর রহমান জীবন ও আবিদ চৌধুরীকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
×