ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

বি’বাড়িয়ার দুই রাজাকারের বিরুদ্ধে তদন্ত সংস্থার লাইব্রেরিয়ানের সাক্ষ্য

প্রকাশিত: ০৫:৫৬, ২২ নভেম্বর ২০১৬

বি’বাড়িয়ার দুই রাজাকারের বিরুদ্ধে তদন্ত সংস্থার লাইব্রেরিয়ানের সাক্ষ্য

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে কিশোরগঞ্জ ও ব্রাক্ষণবাড়িয়ার দুই রাজাকার সৈয়দ মোঃ হোসাইন ও মোঃ মোসলেম প্রধানের বিরুদ্ধে প্রসিকিউশনের ২২তম সাক্ষী তদন্ত সংস্থার লাইব্রেরিয়ান এস আই আনিসুর রহমান জবানবন্দী প্রদান করেছেন। জবানবন্দী শেষে আসামি পক্ষের আইনজীবী সাক্ষীকে জেরা করেন। পরবর্তী সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা হরি দেবনাথের জবানবন্দীর জন্য ৬ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ দিন ধার্য করে। সাক্ষীকে সাক্ষ্যগ্রহণে সহায়তা করেন প্রসিকিউটর তুরিন আফরোজ। সাক্ষী তার জবানবন্দীতে বলেন, আমার নাম এস আই মোঃ আনিসুর রহমান। আমার বর্তমান বয়স আনুমানিক ৪৭ বছর। আমি ২০১০ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় প্রেষণে তদন্ত সংস্থার লাইব্রেরিতে লাইব্রেরিয়ান হিসেবে কর্মরত আছি। এই মামলার তদন্ত কর্মকর্তা হরি দেবনাথ ২০১৫ সালের ১৫ এপ্রিল বেলা ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার লাইব্রেরি থেকে আমার উপস্থাপন মতে অত্র মামলা সংক্রান্ত কিছু কাগজপত্র পর্যালোচনা করেন এবং ঐ কাগজপত্রের ফটো কপি জব্দ করেন। মূল কাগজপত্রগুলো আমার কাছে জিম্মানামা মূলে জিম্মায় প্রদান করেন। উল্লেখ্য, ২০১৪ সালের ১৩ নবেম্বর থেকে ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ দুই আসামির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত করেন প্রসিকিউশনের তদন্ত কর্মকর্তা হরি দেবনাথ। তাতে দুই আসামির বিরুদ্ধে ছয় ঘটনায় ৬২ জনকে হত্যা, ১১ জনকে অপহরণ ও আটকে রাখা, ২৫০টি বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়। ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করলে গত বছর ৭ জুলাই কিশোরগঞ্জের নিকলী উপজেলার কামারহাটি গ্রাম থেকে মোসলেমকে গ্রেফতার করে পুলিশ। এ মামলার প্রধান আসামি পলাতক সৈয়দ মোঃ হুসাইন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত কিশোরগঞ্জের তাড়াইল থানার রাজাকার কমান্ডার পলাতক সৈয়দ মোঃ হাসান আলী ওরফে হাছেন আলীর ছোট ভাই। হাসান আলীকে গত ৯ জুন ফাঁসি অথবা ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদ-াদেশ দিয়েছে ট্রাইব্যুনাল-১। তার বিরুদ্ধে আনা ছয়টি মানবতাবিরোধী অভিযোগের মধ্যে পাঁচটিই প্রমাণিত হওয়ায় তাকে সর্বোচ্চ এ দণ্ড দেয়া হয়েছে।
×