ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

জয়নুল গ্যালারিতে বার্জার তরুণ শিল্পী চিত্রকর্ম প্রদর্শনী

প্রকাশিত: ০৫:৫৬, ২২ নভেম্বর ২০১৬

জয়নুল গ্যালারিতে বার্জার তরুণ শিল্পী চিত্রকর্ম প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ ছবিতে নেই রঙের বাহুল্য। সাদা-কালো রঙের আশ্রয়ে চিত্রিত প্রতিকৃতি। এলোমেলো চুলের তরুণীর চোখ দুটি যেন বলছে অনেক কথা। দাঁত বের হওয়া দুই ঠোঁটে ঝুলছে সরল হাসি। অভিব্যক্তি শিরোনামের ছবিটি এঁকেছেন মোসাব্বির আলম। স্মৃতি অমলিন ঐতিহ্য শিরোনামের ছবিটি শিল্পরসিককে করে তোলে চিঠি লেখা সংস্কৃতির প্রতি স্মৃতিকাতর। জরাজীর্ণ পোস্ট অফিসের দেয়ালে ঝুলে আছে চিঠির বাক্স। আর তার চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে খোলা চিঠি এবং সাদা ও হলুদ খামে ভরা চিঠির স্তূপ। এমন নানা বিষয়নির্ভর চিত্রকর্ম এখন শোভা পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে। এখানে চলছে ২১তম বার্জার তরুণশিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতার ছবি প্রদর্শনী। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ঢাকাসহ সারাদেশের বাছাইকৃত ৪০ নবীন শিল্পীর চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। এর মধ্যে রয়েছে প্রতিযোগিতায় পুরস্কারজয়ী ৬ শিল্পীর ছবি। সোমবার দুপুরে চারুকলা অনুষদের সামনের প্রদর্শনীর উদ্বোধন হয়। আয়োজক বার্জার পেইন্টেসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মহসিন হাবিব চৌধুরী ও মহাব্যবস্থাপক এ কে এম সাদেক নওয়াজ প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন এ বছরের প্রতিযোগিতা উপলক্ষে আজীবন সম্মাননাপ্রাপ্ত শিল্পী মনিরুল ইসলাম ও প্রতিযোগিতার প্রধান বিচারক বীরেন সোম। নবীন শিল্পীদের সৃজনে উঠে এসেছে যাপিত জীবনের নানা বিষয়। আছে পুরান ঢাকার সরু গলিতে গরুর গাড়ি চলার দৃশ্যকল্প। রয়েছে দৈনন্দিন জীবনের চিরচেনা চিত্রকল্প। নদীর ঘাটে ঘুরে বেড়ানো নৌযান, নিসর্গের সৌন্দর্যসহ বহুমাত্রিক বিষয়ে উপস্থাপিত হয়েছে নবীন শিল্পীদের রং-তুলির আশ্রয়ে। অয়ন ভট্টাচার্যের ‘স্টোন লেডি’ শীর্ষক চিত্রকর্মে উদ্ভাসিত হয়েছে নারীর অন্তর্নিহিত শক্তি। আফিয়া আবিদা সুলতানার এক্সটেন্স শিরোনামে ছবিতে একইসঙ্গে উঠে এসেছে মানুষের আত্মার শুদ্ধতা এবং সমাজের প্রতিবন্ধকতার চিত্র। এছাড়াও শিল্পানুরাগীদের নজর কাড়ে বৌবাজার ঘাট, কম্পোজিশন, খোয়াবনামা, ড্রামা, কোয়েস্ট ফর ফ্রিডম, যন্ত্র মায়া, অস্তিত্ব স্টোন লেডি শিরোনামের ছবিগুলো। গত ১৬ নবেম্বর রাজধানীর একটি হোটেলে ঘোষণা করা হয় বার্জার তরুণশিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতার বিজয়ী শিল্পীদের নাম। এবার প্রথম হয়েছেন অয়ন ভট্টাচার্য, দ্বিতীয় মতুরাম চৌধুরী, তৃতীয় আফিয়া আবিদা সুলতানা, চতুর্থ রফিকুল ইসলাম, পঞ্চম তন্বী দাশগুপ্তা এবং ষষ্ঠ হয়েছেন রাশিদা আক্তার। বিজয়ী ছয়জনসহ ৪০ শিল্পীর ৪০টি চিত্রকর্ম নিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী চলবে ২৫ নবেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। শিল্পকলায় আবদুর রহমান বয়াতি স্মরণ ॥ ‘মন আমার দেহঘড়ি সন্ধান করি, কোন মেস্তরি বানাইয়াছে ’Ñ গানটি গেয়ে আবদুর রহমান বয়াতি পেয়েছিলেন তুমুল খ্যাতি ও জনপ্রিয়তা। কিন্তু পুরো শিল্পী জীবনে নানা ধরনের আরও নানা গানে চর্চা করেছেন আধ্যাত্মবাদের। সোমবার ছিল প্রয়াত এ শিল্পীর ৮০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে স্মরণানুষ্ঠানের আয়োজন করে একতা বাউল শিল্পীগোষ্ঠী। সহযোগিতায় ছিল শিল্পকলা একাডেমি। স্মরণানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গীতিকার শহীদুল্লাহ ফরায়জী ও কেরানীগঞ্জের উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ প্রমুখ। নসরুল হামিদ বিপু বলেন, বাংলাদেশের বাউল গানকে বিশ্বের দরবারে পৌঁছে দেয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন আব্দুর রহমান বয়াতি। তার হাত ধরেই এদেশের বাউল সঙ্গীত সমৃদ্ধির পথে এগিয়ে যায়। আলোচনা পরবর্তীতে কাঙ্গালিনী সুফিয়ার বাউল গানের এ্যালবামের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের অতিথিরা। ‘মালরোঁকে মনে পড়ে’ ॥ বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ফরাসি ঔপন্যাসিক আঁদ্রে মালরোঁ। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অকুণ্ঠ সমর্থন যুগিয়েছিলেন এই কথাশিল্পী। যখন বহির্বিশ্বে মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচার চলছিল, তখন তিনি তার প্রতিবাদ করেছিলেন। নিজেই ব্রিগেড তৈরি করে যুদ্ধ করতে চেয়েছিলেন বাংলাদেশের পক্ষে। চলতি বছর বাংলাদেশের এই সুহৃদের ৪০তম প্রয়াণবার্ষিকী। এ উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ফরাসী দূতাবাস ও শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে শুরু হচ্ছে ‘মালরোঁকে মনে পড়ে’ শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানমালা। কাল বুধবার একাডেমির চিত্রশালা মিলনায়তনে শুরু হবে অনুষ্ঠান। সোমবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ আয়োজনে ‘গণসংস্কৃতির মুখপাত্র মালরোঁ’ বিষয়ে একটি গোলটেবিল বৈঠকও অনুষ্ঠিত হবে। ইনস্টিটিউট ফ্রসেইস এবং কুরিয়ার ইন্টারন্যাশনালের সৌজন্যে মুক্তির সপক্ষের ১২টি সংবাদ কার্টুন নিয়ে ‘ড্রয়িং ফ্রিলি’ নামের একটি প্রদর্শনীর পাশাপাশি ‘নবেম্বর ইন প্যারিস’ শিরোনামের একটিসহ মোট দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে প্রথম পর্বের উদ্বোধনী দিনে। এছাড়া ২৬ নবেম্বর আলিয়ঁস ফ্রঁসেজ দো চট্টগ্রামে মালরোঁকে নিয়ে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হবে। কাউন্টার ফটোর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ॥ কাউন্টার ফটোর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে কাউন্টার ফটোর দেশী-বিদেশী ১০ জন আলোকচিত্রীদের ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী ‘ফ্রিডম’, দেশী-বিদেশী আলোকচিত্রী, সাংস্কৃতিক কর্মী, এ্যাক্টিভিস্টদের অংশগ্রহণে ইভিনিং প্রেজেন্টেশন, আলোকচিত্র কর্মশালা, পোর্টফোলিও রিভিউসহ নানা আয়োজন থাকছে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসেরর রাষ্ট্রদূত লিওনি ম্যারগারিটা ক্যুলেনারা। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলোকচিত্রী আনোয়ার হোসেন। অনুষ্ঠানে কাউন্টার ফটোর পক্ষ থেকে আলোকচিত্রী নাসির আলী মামুনকে আজীবন সম্মাননা জানানো হয়।
×