ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি শেষ, আজ আদেশ

সাক্ষী তলবের ধারার অপব্যবহার রোধে হাইকোর্টের রুল

প্রকাশিত: ০৫:৫৩, ২২ নভেম্বর ২০১৬

সাক্ষী তলবের ধারার অপব্যবহার রোধে হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার ॥ ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারা (সাক্ষী তলবে পুলিশের ক্ষমতা-সংক্রান্ত আইন) অপব্যবহার রোধে কেন পদক্ষেপ গ্রহণ করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারক নিয়োগ, বদলি ও পদোন্নতি সংক্রান্ত সংবিধানের ১১৬ নম্বর অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। আজ মঙ্গলবার আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত। অন্যদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভেতরে থাকা সকল ধরনের অবৈধ পরিবহন স্ট্যান্ড ১০ দিনের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারা অপব্যবহার রোধে কেন পদক্ষেপ গ্রহণ করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, গাজীপুরের এসপি, ওসি (ডিবি) গাজীপুর ও ডিবি পুলিশের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে ফৌজদারি কার্যবিধির এই ধারা অপব্যবহার করায় গাজীপুর জেলার গোয়েন্দা শাখার পুলিশের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমানকে তলব করেছেন আদালত। আগামী ৪ ডিসেম্বর তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট উজ্জ্বল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। আইনজীবী উজ্জ্বল হোসেন সাংবাদিকদের জানান, ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারার ক্ষমতা বলে কেবলমাত্র নিয়মিত মামলার তদন্তের স্বার্থে সাক্ষীদের ডাকতে পারেন তদন্ত সংস্থা। কিন্তু গত ৬ নবেম্বর গাজীপুর জেলার গোয়েন্দা শাখার পুলিশের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান গাজীপুরের ক্যাকটাস প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিংয়ের এমডি আশিষ কুমার শর্মাকে ব্যবসায়ী লেনদেনের আর্থিক দেনা-পাওনা নিয়ে চিঠি ইস্যু করেন। চিঠিতে তার কার্যালয়ে হাজির হতে বলা হয়। ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন আশিষ কুমার শর্মা। সোমবার ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। আদেশ আজ ॥ বিচারক নিয়োগ, বদলি ও পদোন্নতি সংক্রান্ত সংবিধানের ১১৬ নম্বর অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। আদেশের জন্য আজ মঙ্গলবার দিন ঠিক করেছেন আদালত। এক রিট আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই দিন ঠিক করে আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও তার সঙ্গে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। এর আগে তিন নবেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন সুপ্রীমকোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। ওই রিটে উচ্চ আদালতের বিচারক নিয়োগসংক্রান্ত সংবিধানের ৯৫ অনুচ্ছেদেরও চ্যালেঞ্জ করা হয়েছে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, সংসদ সচিবালয় সচিবকে বিবাদী করা হয়েছে। এতে ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ প্রতিস্থাপনের আবেদন করা হয়েছে। আইনজীবী তার রিট আবেদনে ওই অনুচ্ছেদ দুটিকে সংবিধানের ৩০ ও ৩৯ অনুচ্ছেদের সঙ্গে কেন সাংঘর্ষিক ঘোষণা করা হবে না- এই মর্মে রুল জারির আদেশ চেয়েছেন। অবৈধ যানবাহনের স্ট্যান্ড সরানোর নির্দেশ ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভেতরে থাকা সকল ধরনের অবৈধ পরিবহন স্ট্যান্ড ১০ দিনের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ আদেশ কার্যকর করে আদালতে প্রতিবেদন দাখিল করতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রেক্ষিতে, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের ডিভিশন বেঞ্চ সোমবার এ আদেশ দেন। আদালতে সিটি কর্পোরেশনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নুর-উস সাদিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। গত বছরের ২৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মধ্যে থাকা অবৈধ পরিবহন স্ট্যান্ডগুলো উচ্ছেদ করতে স্থানীয় প্রশাসনকে চিঠি দেয়া হয়। কিন্তু প্রশাসন অবৈধ স্ট্যান্ডগুলো উচ্ছেদে কার্যকর ব্যবস্থা না নেয়ায় হাইকোর্টে রিট আবেদন করেন মেয়র সেলিনা হায়াত আইভী। রিটের শুনানি নিয়ে আদালত সোমবার উপরোক্ত আদেশ দেন।
×