ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সূূর্যের আলো থেকে কাপড় চার্জ

প্রকাশিত: ০৫:৫০, ২২ নভেম্বর ২০১৬

সূূর্যের আলো থেকে কাপড় চার্জ

১৯৮৯ সালে হলিউডে মুক্তি পাওয়া একটি ব্লকবাস্টার সিনেমার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে সদ্য প্রকাশিত একটি গবেষণার ফল। সেই সিনেমায় দেখানো হয়েছিল নায়কের শরীরে থাকা পোশাক সূর্যের আলো থেকে পাওয়া শক্তি ধরে রাখতে পারে। পরবর্তীতে বিপদসঙ্কুল পরিস্থিতিতে এই শক্তি দিয়ে ব্যাটারি চার্জসহ অন্যান্য কাজ করা যায়। ঠিক সেই সিনেমার মতোই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমন এক কাপড় তৈরি করেছেন যা সূর্যের আলো থেকে শক্তি সঞ্চয় করতে পারে। আর এই শক্তি থেকে ছোটখাট অনেক যন্ত্র চার্জ দেয়া যায়। ভবিষ্যতে এই শক্তি দিয়ে রান্নার কাজও করা যেতে পারে বলে বিজ্ঞানীদের আশাবাদ। সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ন্যানো সায়েন্স টেকনোলজি সেন্টারের তত্ত্বাবধানে এই গবেষণাটি পরিচালিত হয়েছে। গবেষণাটি সম্প্রতি প্রখ্যাত জার্নাল নেচার কমিউনিকেশনে প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির সহযোগী অধ্যাপক জায়ান টমাস বলেন, আমরা ১৯৮৯ সালে মুক্তি পাওয়া সেই সিনেমা থেকেই অনুপ্রাণিত হয়েছি। সত্যিই এই আপনা-আপনি চার্জ হওয়া কাপড় একটি অভিনব উদ্ভাবন। এটি সিনেমায় দেখানো সেই কাল্পনিক পোশাকের মতোই। তিনি বলেন, এই কাপড় দিয়ে সৈন্যদের জ্যাকেট, জামাসহ অন্যান্য পরিধানযোগ্য পোশাক তৈরি করা যাবে। তিনি বলেন, মার্কিন সৈন্যরা কিভাবে তপ্ত গরমের মধ্যে ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ করেছে। এ সময় তাদের কাঁধে ঝোলানো থাকত প্রকা- একটি ব্যাটারি। কিন্তু এই পোশাক থাকলে আমাদের সৈন্যরা অনেক স্বস্তি পেত। এই পোশাক থেকেই তারা মোবাইল ফোন ও ক্যামেরাসহ অন্যান্য গ্যাজেট চার্জ দিতে পারত। -সায়েন্স ডেইলি অবলম্বনে
×