ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুমিল্লাকে ৬ উইকেটে হারাল চিটাগাং

প্রকাশিত: ০৫:৫০, ২২ নভেম্বর ২০১৬

কুমিল্লাকে ৬ উইকেটে হারাল চিটাগাং

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) সোমবার রোমাঞ্চকর জয় পেয়েছে চিটাগাং ভাইকিংস। দিনের দ্বিতীয় খেলায় তারা ৬ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে মাশরাফি বিন মর্তুজার দল। জবাবে ৪ উইকেট হারিয়ে ৪ বল আগেই ১৮৬ রান তুলে জয় নিশ্চিত করে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শুরুটা দারুণ করে মাশরাফির দল। দলীয় ২৯ রানে নাজমুল হোসেন শান্ত এবং ৯৭ রানে ইমরুল কায়েস সাজঘরে ফিরে গেলেও একপাশ আগলে রাখেন খালিদ লতিফ। রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ৫৩ বলে ৭৬ রানের ঝলমলে এক ইনিংস উপহার দিয়ে যান তিনি। এরপর ২৫ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন আহমেদ শেহজাদ। আর তার ব্যাটিংয়ের সৌজন্যেই শেষ পর্যন্ত ৩ উইকেটের বিনিময়ে ১৮৩ রান করে কুমিল্লা। ৯ রান করে অপরাজিত থাকেন রায়ান ডয়েসচেট। চিটাগাং ভাইকিংসের হয়ে ১ উইকেট লাভ করেন তাসকিন আহমেদ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ছুঁড়ে দেয়া ১৮৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে চিটাগাং ভাইকিংসও। উদ্বোধনি ব্যাটসম্যান তামিম ইকবাল ৩০ এবং ডোয়াইন স্মিথ ২১ রান করে দলকে ভাল সূচনা এনে দেন। ৪০ রান করে আউট হয়ে গেলেও দলকে জয়ের পথে অনেকটা এগিয়ে দিয়ে যান এনামুল হক বিজয়। কিন্তু প্রথম সারির তিন ব্যাটসম্যানকে হারিয়ে কিছুটা বিপর্যয়ে পড়ে চিটাগাং ভাইকিংস। তবে সেখান থেকেই দলের হাল ধরেন শোয়েব মালিক ও মোহাম্মদ নবী। সোহেল তানভীরের বলে ৩৮ রানে শোয়েব মালিক আউট হয়ে গেলেও দলের জয় নিয়েই মাঠ ছাড়েন নবী। তার অপরাজিত ৪৬ রানের সৌজন্যেই ১৯.২ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮৬ রান তুলে চিটাগাং ভাইকিংস। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইনিংস ॥ ১৮৩/৩; ২০ ওভারে (নাজমুল হোসেন ১৭, খালিদ লতিফ ৭৬, ইমরুল কায়েস ৩৬, আহমেদ শেহজাদ ৪০*, রায়ান ডয়েসচেট ৯*; তাসকিন আহমেদ ৪৪/১)। চিটাগাং ভাইকিংস ইনিংস ॥ ১৮৬/৪; ১৯.২ ওভারে (তামিম ইকবাল ৩০, ডোয়াইন স্মিথ ২১, এনামুল হক ৪০, শোয়েব মালিক ৩৮, মোহাম্মদ নবী ৪৬; রায়ান ডয়েসচেট ১৫/২, মাশরাফি মর্তুজা ৩৪/১, সোহেল তানভীর ৩৩/১) ফল ॥ চিটাগাং ভাইকিংস ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ মোহাম্মদ নবী (চিটাগাং ভাইকিংস)।
×