ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এবারও সেনাকুঞ্জে যাননি খালেদা

প্রকাশিত: ০৫:৪৮, ২২ নভেম্বর ২০১৬

এবারও সেনাকুঞ্জে যাননি খালেদা

স্টাফ রিপোর্টার ॥ এবারও সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যাননি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তবে দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে অংশ নেয়। তবে কী কারণে বিএনপি চেয়ারপার্সন সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেননি তা দলের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে গত কয়েক বছর ধরেই তিনি ওই অনুষ্ঠানে যাচ্ছেন না। খোঁজ নিয়ে জানা গেছে, গত ওয়ান-ইলেভেনের আগে খালেদা জিয়া সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে নিয়মিত যোগ দিতেন। এরপর তিনি ২০১২ সালে একবার ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এরপর তিনি আর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেননি। গত বছর সশস্ত্র বাহিনী দিবসে তিনি লন্ডনে ছিলেন। ২২ নবেম্বর তিনি দেশে ফেরেন। এ কারণে গত বছরও তিনি এ অনুষ্ঠানে যোগ দেননি। এ বছর দেশে থাকলেও তার পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া ২০১৩ সালেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশস্ত্র বাহিনী দিবসে যোগ দেন। জানা গেছে, ওয়ান-ইলেভেনের পর বেগম খালেদা জিয়া একবারই ওই অনুষ্ঠানে যোগ দিয়েছেন ২০১২ সালে। তখন দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে দুই দল মুখোমুখি অবস্থানে ছিল। ওই অবস্থার মধ্যেও বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখোমুখিও হন একবার। সে সময় তাদের মধ্যে দু’একটি বাক্যবিনিময় হয়েছিল। এরপর থেকে তিনি আর সশস্ত্র বাহিনী দিবসে যোগ দেননি। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২১ নবেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করে। প্রতি বছর এ দিনটি ‘সশস্ত্র বাহিনী দিবস’ হিসেবে পালন করা হয়ে থাকে। প্রতিবারের ন্যায় এবারও দিনের কর্মসূচীর অংশ হিসেবেই বিকেলে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এতে অংশ নেন। তবে অন্যবারের ন্যায় এবার খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেননি।
×