ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ৪ কোটি টাকার যানবাহন নষ্ট হচ্ছে

প্রকাশিত: ০৪:৩৩, ২২ নভেম্বর ২০১৬

ঠাকুরগাঁওয়ে ৪ কোটি টাকার যানবাহন নষ্ট হচ্ছে

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২১ নবেম্বর ॥ জেলার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিভিন্ন সময়ে আটক মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন খোলা আকাশের নিচে বছরের পর বছর পড়ে থেকে নষ্ট হচ্ছে। এই সমস্ত যান বাহনের আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা। আটককৃত ও জব্দকৃত যান বাহনের মধ্যে রয়েছে ট্রাক, মিনি ট্রাক, ট্রাক্টর ও মোটরসাইকেল। মোটরসাইকেলের সংখ্যাই বেশি। কোর্ট ভবনের কক্ষের ভেতরে ও বাইরে দুই শতাধিক মোটরসাইকেল ফেলে রাখা হয়েছে। ঘরের ভেতরে জায়গা না হওয়ায় অসংখ্য মোটরসাইকেল বহুবছর থেকে খোলা আকাশের নিচে পড়ে রয়েছে। এগুলো রোদে ও বৃষ্টিতে প্রায় নষ্ট হয়ে গেছে। কোর্ট সাব ইন্সপেক্টর মফিজুল ইসলাম জানান, পুলিশ ও বিজিবি কর্তৃক আলামত হিসেবে আটক বা জব্দকৃত প্রায় সব মোটরসাইকেলই চোরাচালানের কাজে বিশেষ করে ফেন্সিডিল পরিবহনের কাজে ব্যবহৃত হয়। ৮/১০ বছর যাবৎ এই মামলাগুলো বিচারাধীন রয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মোটরসাইকেল এভাবেই পড়ে থাকবে। কোর্টের রায়ের ওপর নির্ভর করবে এই সমস্ত যানবাহনের ভবিষ্যত। নিলামের সিদ্ধান্ত হলে নিলাম কমিটি এর দাম নির্ধারণ করবে। বিআরটিএ’র এক কর্মকর্তা জানান, বছরের পর বছর মোটরসাইকেলসহ অন্যান্য যান বাহন পড়ে থেকে এগুলি প্রায় নষ্ট হয়ে গেছে। নিলাম হলে অনেক যানবাহন ভাঙ্গাড়ির দোকানে বিক্রি হতে পারে। বড়পুকুরিয়ার ক্ষতিগ্রস্তদের মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ২১ নবেম্বর ॥ বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্ত লোকজন ৮ দফা দাবিতে সোমবার বেলা ১১টায় বড়পুকুরিয়া বাজারে জীবন পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটির ব্যানারে মানববন্ধন করেছেন। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক এম মশিউর রহমান বুলবুল, যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, আঃ গনি, হামিদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাদেকুল ইসলাম, আনোয়ার হোসেন, সোলায়মান সামি, মসফিকুর রহমান, সাইদুর রহমান ও বেলালউদ্দিন। বিস্তারিত সমস্যা তুলে ধরে তারা বলেন, ইতোপূর্বে জমি-জমা, ঘরবাড়িসহ বেশকিছু অবকঠামো মিলে ৬২৭ একর জমি কর্তৃপক্ষ অধিগ্রহণ করে ক্ষতিপূরণ দিয়েছেন। এর বাইরের গ্রাম জনপদের জীবনযাত্রা এখন দুর্বিষহ। উত্তর বাঁশপুকুর (কাজীপাড়া), পাতিগ্রাম, পাতরাপাড়া, বৈদনাথপুর, কালুপাড়াসহ আরও অনেক গ্রামের বাসিন্দারা রয়েছেন চরম অশান্তির মধ্যে। কম্পনে তাদের ঘরের দেওয়াল ফেটে যাচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে ৪/৫ বার বিকট ভূকম্পনে ভয়ে লোকজন ঘরে থাকতে পারে না। ১শ’ ফুট বোরিং করেও নলকূপে পানি পাওয়া যায় না। পুকুরে পানি নেই। পানি অভাবে জমি পড়ে আছে, চাষাবাদ হচ্ছে না। পানীয় জলের হাহাকার অবস্থা খনির ভূগর্ভে সাপট খুলে নিলে সীমানার বাইরেও এর প্রতিক্রিয়া দেখা দেয়। বন্দুকযুদ্ধ ॥ আহত দুই স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ সোমবার বেলা এগারোটায় পাকশী পদ্মা নদীর বালু উত্তোলনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপপুরের উজ্জল ও ডন গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। বন্দুকযুদ্ধে ডন ও উজ্জল আহত হয়েছে। আহতদের দু’জনকেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
×