ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিস্তারের হাত থেকে নিস্তার পেতে চায় কাথুলিয়াবাসী

প্রকাশিত: ০৪:৩২, ২২ নভেম্বর ২০১৬

নিস্তারের হাত থেকে নিস্তার পেতে চায় কাথুলিয়াবাসী

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২১ নবেম্বর ॥ সদর উপজেলা জাসদ সাধারণ সম্পাদক কুখ্যাত সন্ত্রাসী নিস্তারের অত্যাচার থেকে পরিত্রাণ চেয়ে সংবাদ সম্মেলন করেছে কাথুলিয়া গ্রামবাসী। সোমবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সন্ত্রাসী নিস্তারের অত্যাচার নির্যাতনের চিত্র তুলে ধরে ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তুচ্ছ ঘটনার জেরে গত ২৫ সেপ্টেম্বর কাথুলিয়া গ্রামের কোহিল হোসেনকে অপহরণ করে গুম করে নিস্তার। এলাকাবাসী এ ঘটনায় নিস্তারের শাস্তি দাবি করে থানায় মামলা করলে ক্ষুব্ধ হয় সে। তার হুমকি ধমকির পরেও এলাকাবাসী মামলা তুলে না নিলে গত ৮ নবেম্বর রাতে নিস্তারের নেতৃত্বে ২০-২৫ জনের সশস্ত্রদল কাথুলিয়া গ্রামে হামলা চালিয়ে ২০টি বাড়িতে লুটপাট চালায়। বেদম মারধর করে নারী, শিশু, বৃদ্ধসহ ৩০ জনকে। এ ঘটনার পর থেকে চরম নিরপত্তাহীনতায় ভুগছেন তারা। সংবাদ সম্মেলনে, অবিলম্বে নিস্তারকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা। কাথুলিয়া গ্রামের মাহতাব উদ্দিন বলেন, নিস্তার ও তার লোকজন পাবনা, রাজবাড়ী ও ফরিদপুর জেলার বেশ কয়েকজনকে হত্যার পর পাংশার পদ্মা নদীতে ভাসিয়ে দিয়েছে। তার বিরুদ্ধে কেউ কথা বললেই তাকেও একইভাবে হত্যা করা হয়। একই গ্রামের নির্যাতিত কুদু সরদার বলেন, কাথুলিয়া গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার অত্যাচারে অতিষ্ঠ আমরা। বিষয়টি বার বার প্রশাসনকে অবহিত করার পরেও আমরা প্রতিকার পাচ্ছি না। এ বিষয়ে জেলা জাসদের সভাপতি আমিরুল ইসলাম রাঙা জানিয়েছেন, নিস্তার সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক। তবে তার এসব অপকর্মের দায়দায়িত্ব দল বহন করবে না। এ বিষয়ে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার বীনা রানী দাস নিস্তারের সন্ত্রাসী কর্মকা-ের কথা স্বীকার করে বলেন, নিস্তার খুবই ধুরন্ধর ও দুর্ধর্ষ সন্ত্রাসী। তাকে খুঁজে পাওয়া দুষ্কর। তবে আমরা বেশ কয়েকবার তাকে ধরতে রাজবাড়ী ও পাবনা জেলার সন্ত্রাসকবলিত ঢালারচর ও পাংশার বিভিন্ন চরাঞ্চলে অভিযান চালিয়েও ব্যর্থ হয়েছি। তবে তাকে আইনের আওতায় আনতে র‌্যাব তৎপর রয়েছে। পাবনার ঢালারচরে আলোচিত তিন পুলিশ হত্যা মামলার প্রধান আসামি চরমপন্থীসন্ত্রাসী নিস্তারের বিরুদ্ধে পাবনা ও রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ ২৫টি মামলা রয়েছে।
×