ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত তিন

প্রকাশিত: ০৪:৩২, ২২ নভেম্বর ২০১৬

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত তিন

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনা নাটোরে স্কুলছাত্র, লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক, রংপুরে শ্রমিক নিহত বেং নওগাঁয় পুলিশ কনস্টেবল ও তিন গ্রাম পুলিশসহ পাঁচজন আহত হয়েছে। নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর ঃ নাটোর ॥ সিংড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় সিয়াম (৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ডাহিয়া ইউনিয়নের বিয়াশ চারমাথার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সরিষাবাড়ী গ্রামের বাবুল হোসেনের ছেলে এবং ২য় শ্রেণীর ছাত্র। এ ঘটনায় ঘাতক পিকআপ ভ্যানসহ চালককে আটক করেছে স্থানীয়রা। লক্ষ্মীপুর ॥ পালোয়ান মসজিদের কাছে রায়পুর-ঢাকা মহাসড়কে কাভার্ড ভ্যান-সিএনজি অটোরিক্সা সংঘর্ষে অটোরিক্সা চালক ফিরোজ আলম (২০) নিহত হয়েছে। সোমবার ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহতের বাবার নাম আলমগীর হোসেন। সদর উপজেলার মহাদেবপুর গ্রামে তার বাড়ি। পুলিশ কাভার্ডভ্যান চালক সফিকুল ইসলাম ও হেল্পার সোহাগকে আটক এবং গাড়িটি জব্দ করেছে। রংপুর ॥ পীরগঞ্জে রংপুর-ঢাকা মহাসড়ক পারাপারের সময় আহত শ্রমিক সোমবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে মারা গেছেন। নিহত রমজান মিয়া (২৮) ওসমানপুর গ্রামের চানদু মিয়ার ছেলে। পুলিশ জানায়, পীরগঞ্জের শাহ্ মখদুম জুট মিলের শ্রমিক রমজান মিয়া রবিবার রাত ৯টার দিকে জুট মিল এলাকায় রংপুর-ঢাকা মহাসড়ক পারাপারের সময় যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। নওগাঁ ॥ মান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল ও ৩ গ্রাম পুলিশসহ পাঁচ জন আহত হয়েছে। আহতদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পুলিশ কনস্টেবল রেজা প্রধানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ জানায়, পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে কনস্টেবল রেজা প্রধান ও শিক্ষক আলমগীর হোসেন মোটর সাইকেলযোগে তেঁতুলিয়া সরকারী প্রাইমারী পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাজী গোবিন্দপুর মোড়ে পিছন থেকে আসা পিকআপ তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে কনস্টেবল রেজা প্রধান ও শিক্ষক আলমগীর হোসেন গুরুতর আহত হন।
×