ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছাত্রলীগ নেতার মৃত্যুতে চবিতে তোলপাড়

প্রকাশিত: ০৪:৩১, ২২ নভেম্বর ২০১৬

ছাত্রলীগ নেতার মৃত্যুতে চবিতে তোলপাড়

চবি সংবাদদাতা ॥ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর অস্বাভাবিক মৃত্যুর খবরে ক্যাম্পাসজুড়ে তোলপাড় শুরু হয়েছে। রবিবার রাত পৌনে দশটার দিকে চবির দুই নম্বর গেটসংলগ্ন বাসার দোতলায় নিজ কক্ষ থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধারের পরই ক্ষোভে ফেটে পড়ে নেতাকর্মীরা। সোমবার বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় শাটল ও ডেমু ট্রেন আটকে অবরোধ করে। এছাড়া নন্দিরহাট ও বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় হাটহাজারী-রাঙ্গামাটি সড়ক অবরোধ করে তারা। নেতাকর্মীরা এটিকে পরিকল্পিত হত্যাকা- দাবি করে অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি করে। এর আগে রবিবার রাত পৌনে দশটার দিকে নিজ কক্ষ থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। হাটহাজারী থানা পুলিশ দিয়াজের কক্ষের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে। লাশের আলামত সংগ্রহের পর রাত আনুমানিক দুটোর দিকে ময়নাতদন্তের জন্য তা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্ত শেষে সোমবার সকালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। চবি কেন্দ্রীয় জামে মসজিদে আছরের নামাজের পর জানাজা শেষে লাশ দাফন করা হয়। পুনর্বহাল হলেন কেসিসি মেয়র মনিরুজ্জামান স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র মনিরুজ্জামান মনিকে সাময়িক বরখাস্তের আদেশের কার্যকারিতা স্থগিত করেছে স্থানীয় সরকার বিভাগ। সোমবার স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর বিকেল সোয়া ৩টার দিকে মেয়র মনিরুজ্জামান মনি কেসিসির দায়িত্বভার গ্রহণ করেন। স্বপদে পুনর্বহাল হওয়ার পর মনিরুজ্জামান মনি সাংবাদিকদের বলেন, তিনি জনগণের ভোটে নির্বাচিত মেয়র। মামলার কারণে দীর্ঘদিন নগরবাসীর সেবা করার সুযোগ পাননি। এখন তিনি নাগরিকদের পাশে থেকে কাজ করতে চান। এজন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। জানা যায়, নাশকতার মামলায় ২০১৫ সালের ২ নবেম্বর কেসিসির মেয়র মনিরুজ্জামান মনিকে সাময়িক বরখাস্ত করে সরকার। এ আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন, যার নম্বর-৭০৭৯/১৬। চলতি বছরের ৬ জুন হাইকোর্ট সরকারের আদেশকে কেন বেআইনী ঘোষণা করা হবে না মর্মে রুল ইস্যু করে ও সাময়িক বহিষ্কারাদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ প্রদান করে। এ আদেশের বিরুদ্ধে ১০ আগস্ট চেম্বার জজ আদালতে আপীল করে সরকার।
×