ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জুয়াড়ি বাবার কাণ্ড

প্রকাশিত: ০৪:৩০, ২২ নভেম্বর ২০১৬

জুয়াড়ি বাবার কাণ্ড

সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ২১ নবেম্বর ॥ মাধবপুরে পাষ- পিএসসি পরীক্ষার্থী নিজ মেয়েকে অপহরণে ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে ছেলেমেয়েকে কুপিয়ে গুরুতর জখম করেছে। পরীক্ষার্থী ইশা আক্তারের ডান হাতের দুটো আঙ্গুল কেটে যাওয়ায় বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। সোমবার সকালে বানেশ্বর ধনকুড়া মধ্যবর্তী হাওড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহত ভাইবোনকে উদ্ধার করে মাধবপুর হাসপাতালে ভর্তি করেছে। ইশা ও সোহেলের স্বজন সাবেক ইউপি সদস্য জাকির হোসেন টিপু জানান, মাল্লা গ্রামের কবির মিয়া পেশাদার জুয়াড়ী এবং বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত। স্ত্রী ছেলেমেয়েদের ফেলে রেখে পার্শ্ববর্তী ধনকুড়া গ্রামে বসবাস করে। কিন্তু প্রায়ই মাল্লা গ্রামে গিয়ে স্ত্রী ছেলে সন্তানদের কাছে টাকা চায়। রবিবার রাতে কবির মিয়া ছেলে সোহেল মিয়ার কাছে টাকা চায়। টাকা না দিলে মেয়ে ইশাকে অপহরণের হুমকি দেয়। সোমবার সকালে বাড়ি থেকে ইশা পরীক্ষার জন্য বানেশ্বর যাবার পথে কবির মিয়া হাওড়ের মধ্যবর্তী স্থানে অপহরণের চেষ্টা করে। মাল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দেব জানান, ইশাকে উদ্ধার করতে তারা চেষ্টা করলে কবির মিয়া ধারালো অস্ত্র দিয়ে সোহেল ও ইশাকে কুপিয়ে জখম করে। এ কারণে ইশা সোমবারের বাংলা পরীক্ষা দিতে পারেনি। নাসিরনগরের নিরাপত্তায় ৫০ সিসি ক্যামেরা স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয় ॥ নাসিরনগরে এবার জনগণের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ৫০টি সিসি ক্যামেরা লাগানোর পরিকল্পনা নিয়েছে পুলিশ। হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা এবং পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপটে এ উদ্যোগ নেয়া হয়েছে। সহকারী পুলিশ সুপার (নবীনগর সাকেল) আব্দুল করিম জানান, সেখানকার নাগরিকদের নিরাপত্তার স্বার্র্থে আমরা সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে সদর এবং বিভিন্ন ইউনিয়নের ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। কারা এসব স্থানে যাওয়া আসা করছে কিংবা কি কাজ করছে সিসি টিভির মাধ্যমে তা মনিটর করা হবে। প্রাথমিক পর্যায়ে সোমবার আমরা উপজেলা সদরের ২৭টি পয়েন্টি এসব ক্যামেরা লাগানো হচ্ছে। তবে দ্রুতই বাকি চিহ্নিত স্থানগুলোতেও ক্যামেরা লাগানোর কাজ শুরু হবে। এছাড়া চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন এখনও নাসিরনগরে অবস্থান করছেন জানিয়ে তিনি বলেন, এখানকার পরিস্থিতি এখন শান্ত। আমরা ঘটনায় জড়িতদের গ্রেফফতারের পাশাপাশি সম্প্রীতি রক্ষায় উঠান বৈঠকসহ নানা কাজ করছি।
×