ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সম্মেলনে বিচার বিভাগীয় তদন্ত দাবি

যুবলীগ নেতাকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

প্রকাশিত: ০৪:২৯, ২২ নভেম্বর ২০১৬

যুবলীগ নেতাকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ২১ নবেম্বর ॥ রায়পুরে র‌্যাব-১১ কর্তৃক আলাউদ্দিন নামের এক যুবলীগ নেতাকে অস্ত্র দিয়ে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সোমবার দুপুরে রায়পুর শহরের একটি চাইনিজ রেস্তরাঁয় আয়োজিত এ সংবাদ সম্মেলনে র‌্যাব’র- এ ঘটনাকে সাজানো জানিয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার দক্ষিণ রায়পুর গ্রামের আলাউদ্দিনের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক এনায়াতে উল্ল্যা জানান, ১৬ নবেম্বর র‌্যাব-১১’র সদস্যরা রায়পুরের বাবুরহাটে মোটরসাইকেলে এসে একটি চায়ের দোকান থেকে তার ছেলে চর মোহনা ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিনকে বিনা অজুহাতে আটক করে। এ সময় তাকে হ্যান্ডকাপ পরিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। পরে তার ছোট ছেলে সালাউদ্দিন ও তার স্ত্রী ইয়াছমিন সুলতানা পিনুকে পাশের একটি ঘরে নিয়ে আটকে রাখা হয়। এক পর্যায়ে লক্ষ্মীপুর থেকে র‌্যাবের অন্য সদস্যরা গাড়িযোগে তার বাড়িতে আসে। এ সময় এক র‌্যাব সদস্যের পিঠে কালো ব্যাগ ছিল। ওই ব্যাগে থাকা দুইটি এলজি ও দুই রাউন্ড গুলি বসতঘরে রেখে অস্ত্র উদ্ধারে নাটক সাজায় বলে দাবি করেন তিনি। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তাকে অস্ত্র উদ্ধারে সময় ঘরে ঢুকতে দেয়া হয়নি। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দীর্ঘদিন ধরে একই বাড়ি হুমায়ন কবির পাটওয়ারী ও ইব্রাহীম পাটওয়ারীর সঙ্গে এনায়াতে উল্ল্যাদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে তারা র‌্যাবকে ব্যবহার করে আলাউদ্দিনকে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দিয়েছে। আলাউদ্দিনের বিরুদ্ধে রায়পুর থানায় কোন মামলা অভিযোগও নেই। এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন পরিবারের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন আলাউদ্দিনের মা আনোয়ারা বেগম, ভাই সালাউদ্দিন, বোন নাছরিন ও রেহানা আক্তার শিখা।
×