ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বাণিজ্য বন্ধ

প্রকাশিত: ০৪:২৭, ২২ নভেম্বর ২০১৬

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বাণিজ্য বন্ধ

মিয়ানমারের আরাকান প্রদেশে সহিংসতার পর রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তের স্থলভাগ ও নাফ নদীতে টহল দিচ্ছে বিজিবি ও কোস্টগার্ড। বন্ধ রয়েছে তিন দিনের বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বাণিজ্য। পাশাপাশি এক দিনের ট্রানজিট যাতায়াতও বন্ধ রাখা হয়েছে। সঙ্কট নিরসনে আগামী সপ্তাহে বাংলাদেশের ঘুমধুম সীমান্তে বিজিবি ও বিজিপির মধ্যে পতাকা বৈঠকের কথা রয়েছে। গত ৯ অক্টোবর মিয়ানমারের আরাকান রাজ্যের মংডু এলাকার উত্তরাংশে সহিংসতার পর যে কোন মুহূর্তে রোহিঙ্গারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পালিয়ে আসতে পারে- এ আশঙ্কায় বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তে অতিরিক্ত তিন প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। কোস্টগার্ড ও বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে সদস্য সংখ্যাও। সেখানে জনসচেতনতামূলক কার্যক্রমও চালাচ্ছে বিজিবি। -অর্থনৈতিক রিপোর্টার বাতিল ৫০০ রুপী দিয়ে কৃষক বীজ কিনতে পারবে বাতিল হওয়া ৫০০ রুপীর নোট দিয়ে এখন থেকে বীজ কিনতে পারবেন কৃষকরা। সোমবার ভারত সরকারের তরফ থেকে এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ব্যাংক থেকে বাতিল রুপী বদলে নেয়ার ক্ষেত্রে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের যে টানাপোড়েন তৈরি হয়েছে- তা লাঘব করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, কৃষকরা পুরাতন ৫০০ রুপী দিয়ে কেন্দ্র, বীজ ভা-ার, সরকারী বীজ বিপণন কেন্দ্র, বীজ কর্পোরেশন ও কৃষি গবেষণা কেন্দ্র থেকে বীজ সংগ্রহ করতে পারবেন। কয়েক দিন আগে অর্থ বিশ্লেষকরা জানান, সরকারের রুপী বাতিলের সিদ্ধান্তে ধরা খাবে ভারতের অর্থনীতি। কারণ মোট ছাপানো টাকার মধ্যে এই ৫০০ ও ১০০০ রুপীর নোটই ছিল প্রায় ৮৫ শতাংশ। তারা আরও জানান, এখন রবি মৌসুম চলছে। সরকার রুপী বদলে নেয়ার ক্ষেত্রে কৃষকদের যে সীমা বেঁধে দিয়েছে তাতে কৃষি খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যার প্রভাব পড়বে পুরো অর্থনীতিতে। -অর্থনৈতিক রিপোর্টার
×