ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অটোমোবাইল খাতের জন্য নীতিমালা হচ্ছে

প্রকাশিত: ০৪:২৫, ২২ নভেম্বর ২০১৬

অটোমোবাইল খাতের জন্য নীতিমালা হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ মোটরসাইকেলসহ অটোমোবাইল খাতে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন হতে যাচ্ছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। এর মাধ্যমে বাজারে মোটরসাইকেলের দাম কমবে বলে জানান তিনি। গত রবিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘বাজাজ ভি’ মোটরসাইকেলের উদ্বোধনী অনুষ্ঠানে বিষয়টি জানান মোশাররফ হোসেন ভূঁইয়া। মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি কমাতেও শিল্প মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। শিল্প মন্ত্রণালয়ের এই সিনিয়র সচিব বলেন, বাংলাদেশে অনেক কোম্পানি গাড়ি বা মোটরসাইকেল সংযোজনের কাজ করছে। তবে বাংলাদেশকে মোটরসাইকেল বা গাড়ি সংযোজনের মধ্যেই সীমাবদ্ধ দেখতে চাই না। আমরা উৎপাদনকারী হিসেবে বাংলাদেশকে দেখতে চাই। এজন্য সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারের আলোচনা চলছে। প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সুপারিশ চাওয়া হয়েছে, যা নিয়ে একটি পূর্ণাঙ্গ নীতিমালা হবে। মোশাররফ হোসেন বলেন, অটোমোবাইল কোম্পানিগুলোর পরিকল্পনা নিয়ে রাজস্ব বোর্ডে দিলে সুদ সুবিধাও পাবে। আর সে সুবিধায় খরচ কমলে মোটরসাইকেলের বিক্রয়মূল্য কমে যাবে। তখন আমাদের দেশে মোটরসাইকেল আরও বেশি বিক্রি হবে। ‘ইন্দোনেশিয়া, পাকিস্তান, থাইল্যান্ডসহ অনেক দেশে বাংলাদেশের চেয়ে জনসংখ্যা কম হওয়া সত্ত্বেও মোটরসাইকেলের ব্যবহার এবং বার্ষিক বিক্রি অনেক বেশি। কারণ সেসব দেশে মোটরসাইকেল অনেক সস্তা। আমাদের দেশে রেজিস্ট্রেশেন ফিও বেশি। এটা কমাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে সফল হলে মোটরসাইকেলের দাম কমবে বলে জানান তিনি। গ্যাস অবকাঠামো উন্নয়নে এডিবি ১৭ কোটি ডলার দিচ্ছে স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনের জন্য ১৬৭ মিলিয়ন (প্রায় ১৭ কোটি) মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বর্তমান বিনিময় মূল্যে ( প্রতি ডলার ৭৮ টাকা) এর পরিমাণ প্রায় ১ হাজার ৩০৩ কোটি টাকা। প্রাকৃতিক গ্যাস উৎপাদন বৃদ্ধি ও গ্যাস সরবরাহ কাঠামো সম্প্রসারণে এ আর্থিক সহায়তা দেবে সংস্থাটি। সোমবার ফিলিপাইনের ম্যানিলায় এডিবির সদর দফতর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঋণ অনুমোদনের কথা জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশের প্রধান গ্যাসক্ষেত্র তিতাস থেকে গ্যাস উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি এবং গ্যাস সরবরাহ সম্প্রসারণ বিষয়ক অবকাঠামো উন্নয়নে দ্বিতীয় প্রকল্প হিসেবে এডিবি এ ঋণ অনুমোদন দিয়েছে। প্রকল্পের অর্থে বাখরাবাদ থেকে চট্টগ্রাম পর্যন্ত ১৮১ কিলোমিটার সরবরাহ লাইনের সংস্কার ও আধুনিকায়ন করা হবে। এছাড়া এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) এ প্রকল্পে আরও প্রায় ৪৭৫ কোটি টাকা (৬০ মিলিয়ন ডলার) অতিরিক্ত ঋণ সহায়তা দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছে এডিবি।
×