ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এসইএমএল ফান্ডের আইপিও আবেদন শুরু ১১ ডিসেম্বর

প্রকাশিত: ০৪:২২, ২২ নভেম্বর ২০১৬

এসইএমএল ফান্ডের আইপিও আবেদন শুরু ১১ ডিসেম্বর

১০ বছর মেয়াদী এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শুরু আগামী ১১ ডিসেম্বর। চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৫৮৬তম সভায় ফান্ডটির প্রসপেক্টাস অনুমোদন করেছে। জানা গেছে, মিউচুয়াল ফান্ডটির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তার অংশ ৫০ কোটি টাকা। প্রি আইপিও প্লেসমেন্টের মাধ্যমে ২৫ কোটি টাকা ইতোমধ্যে উত্তোলন করা হয়েছে। বাকি ২৫ কোটি টাকা সকল বিনিয়োগকারীর জন্য বরাদ্দ রাখা হয়েছে; যা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ টাকা। ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক যথাক্রমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড (এসইএমএল)। -অর্থনৈতিক রিপোর্টার ব্লক মার্কেটে ৫ কোটি টাকা লেনদেন ব্লক মার্কেটে সোমবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে সামিট পাওয়ার লিমিটেড। এই কোম্পানি ৩ লাখ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১ কোটি ৮ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সোমবার ব্লক মার্কেটে মোট ৭ কোম্পানির শেয়ার লেনদেন করেছে। কোম্পানিগুলো মোট ৮ লাখ ৩৩ হাজার ৮০০ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৫ কোটি ৭৯ লাখ টাকা। লঙ্কাবাংলা ফিন্যান্স ২ লাখ শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৫২ লাখ টাকা। আরএসআরএম স্টিল ১ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৭৩ লাখ টাকা। ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হলো- বাটা সু, বার্জার পেইন্টস, বিএসআরএম স্টিল ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড। -অর্থনৈতিক রিপোর্টার
×