ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গাড়ি কেনা যাবে অ্যামাজনে

প্রকাশিত: ১৯:৫০, ২১ নভেম্বর ২০১৬

গাড়ি কেনা যাবে অ্যামাজনে

অনলাইন ডেস্ক ॥ অ্যামাজন ডট কমে অনেক কিছু কেনা গেলেও এতদিন ঘরে বসে গাড়ি কেনার সুবিধা ছিল না। তবে এখন থেকে অ্যামাজনে গাড়ি কেনা যাবে। প্রাথমিকভাবে ইতালীয়রাই অ্যামাজন থেকে ফিয়াট গাড়ি কিনতে পারবে। আর এজন্য অ্যামাজন এবং ফিয়াট ক্রাইসলার-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে সম্প্রতি। তবে আপাতত ৫০০, পান্ডা, আর ৫০০এল এই তিনটি মডেলের জন্য এই অফার সীমাবদ্ধ রাখা হয়েছে। পান্ডা মডেলটি নির্বাচনের কারণ ইতালীতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি এটি। আর ৫০০ ও ৫০০এল তরুণ আর রোমাঞ্চ প্রিয়দের উপযোগী করে বানানো। তাই আশা করা হচ্ছে এটি ক্রেতাদের আকৃষ্ট করবে। অ্যামাজনের নতুন এই সুবিধা যোগ করায় গ্রাহকরা কোন প্রতিষ্ঠানের কাছ থেকে গাড়ি কিনতে ও কোথায় গিয়ে নিতে চান তা ঠিক করতে পারবেন। ক্লিক করার দুই সপ্তাহের মধ্যে গাড়ি তাদের জন্য প্রস্তুত করা হবে। চুক্তির পর ফিয়াটের ইতালীর ব্যবস্থাপনা পরিচালক গিয়ানলুসা ইতালিয়া বলেন, বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অর্ধেক ইতালীয় মানুষ অনলাইনে গাড়ি কিনতে আগ্রহী কিন্তু ৯৭ শতাংশ এখনও প্রচলিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে গিয়ে গাড়ি নেওয়াকে বেশি প্রাধান্য দেন। সুত্র: এনগ্যাজেট
×