ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১০ শতাংশ শিক্ষার্থী সন্ত্রাসবাদের সমর্থক ॥ জরিপ

প্রকাশিত: ০৮:৪৯, ২১ নভেম্বর ২০১৬

১০ শতাংশ শিক্ষার্থী সন্ত্রাসবাদের সমর্থক ॥ জরিপ

বিডিনিউজ ॥ বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে ১০ শতাংশ সন্ত্রাসবাদকে সমর্থন করে বলে একটি জরিপে উঠে এসেছে। এতে দেখা যায়, সন্ত্রাসবাদকে যারা সমর্থন করছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি ৫১ দশমিক ৭ শতাংশ উচ্চবিত্ত পরিবারের সন্তান। বয়সের দিক দিয়ে সদ্য কৈশোর উত্তীর্ণদের (১৮-২৫ বছর) মধ্যে এ ধরনের ভাবনার প্রাধান্য ৫৪ দশমিক ৭ শতাংশের। গত জুলাইয়ে গুলশানের একটি রেস্তরাঁয় নজিরবিহীন জঙ্গী হামলায় ১৭ বিদেশীসহ ২০ জিম্মি নিহতের পর দেশব্যাপী সন্ত্রাসবিরোধী প্রচারের মধ্যে এই জরিপ করেছেন বেসরকারী ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক তুরিন আফরোজ রবিবার জরিপের ফলাফল তুলে ধরেন। তিনি বলেন, গত ২৭ অক্টোবর থেকে ৩ নবেম্বর সন্ত্রাসবাদ ও তারুণ্য নিয়ে ২০টি প্রশ্নের ভিত্তিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীর মতামত নেয়া হয়। ৬৬৩ জন ছেলে ও ৩৩৭ জন মেয়ে শিক্ষার্থী জরিপে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১০ দশমিক শূন্য ২ ভাগ তরুণ-তরুণীর সন্ত্রাসবাদ সমর্থনকে ‘দুঃখজনক’ ও ‘অপ্রত্যাশিত’ মন্তব্য করে সন্ত্রাসবাদ রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান আইনজীবী তুরিন আফরোজ। জরিপে অংশগ্রহণকারীদের ৮৪ দশমিক ২ ভাগ মনে করেন, অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে তরুণদের সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। সবচেয়ে বেশি ৩৭ দশমিক ৬ ভাগ শিক্ষার্থী মনে করেন, উচ্চবিত্ত পরিবারের সন্তানদের সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ার প্রবণতা বেশি। সন্ত্রাসবাদে ঝোঁকার জন্য পারিবারিক অসচেতনতা বা উদাসীনতাকে দায়ী করেছেন বেশিরভাগ শিক্ষার্থী ৯৩ দশমিক ৬ শতাংশ। রাজনৈতিক উস্কানিকে কারণ হিসেবে দেখছেন ৯০ ভাগ। এরপর বেকারত্ব, ধর্মীয় অজ্ঞতা, ইন্টারনেটের সুবাদে যোগাযোগ সহজ হওয়া এবং হতাশা ও শিক্ষা ব্যবস্থার ত্রুটির কথা বলেছেন শিক্ষার্থীরা। জরিপে অংশগ্রহকারীদের মধ্যে ৬৭ দশমিক ৫ শতাংশ শিক্ষার্থী মনে করেন, অর্থনৈতিক লাভ নয়, আদর্শিক বিচ্যুতি থেকে সন্ত্রাসবাদে ঝুঁকেছে তরুণরা। সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে অসন্তুষ্টির কথা জানিয়েছেন ৭৩ দশমিক ৭ ভাগ শিক্ষার্থী। সন্ত্রাসবাদ দমনে বিচার ব্যবস্থার ওপরও আস্থায় ঘাটতি জরিপে বেরিয়ে এসেছে বলে জানান তুরিন আফরোজ। সন্ত্রাসবাদ মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগ, শিক্ষা ব্যবস্থার সংস্কার, পারিবারিক নজরদারি, যুগোপযোগী আইন প্রণয়ন ও তার বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষার্থীরা। জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমএম শহীদুল হাসান এবং পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের প্রধান মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। তরুণরা কেন সন্ত্রাসবাদকে সমর্থন করছে তা বের করার ওপর গুরুত্ব দেন ইকবাল সোবহান চৌধুরী। ‘যদি কারণ খুঁজে বের করা যায় তাহলে ওই ১০ ভাগ তরুণকে উদ্ধার করা সম্ভব হবে,’ বলেন তিনি।
×