ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুর্নীতি প্রতিরোধে সহায়তা

ডেনিশ সরকারের সঙ্গে টিআইবির সমঝোতা স্মারক সই

প্রকাশিত: ০৮:৩৮, ২১ নভেম্বর ২০১৬

ডেনিশ সরকারের সঙ্গে টিআইবির সমঝোতা  স্মারক সই

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধ এবং অধিকতর সুশাসন প্রতিষ্ঠায় সহায়তা অব্যাহত রাখতে ডেনমার্ক সরকারের সঙ্গে এক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রবিবার বিকেলে রাজধানীর ধানম-িতে সংস্থাটির প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ডেনমার্ক সরকারের পক্ষে রাষ্ট্রদূত মিকাইল হেমনিটি উন্থার ও টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দূতাবাসের এবং টিআইবির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। রবিবার গণমাধ্যমে টিআইবির পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে। বিবৃতিতে বলা হয়, টিআইবির চলমান প্রকল্প বিল্ডিং ইন্টেগ্রিটি ব্লকস ফর ইফেকটিভ চেইঞ্জ (বিবেক)-এ সহায়তা অব্যাহত রাখার লক্ষ্যে ডেনমার্ক সরকার বিবেক প্রকল্পে দুই পর্যায়ে মোট ২২ কোটি টাকা প্রদান করবে। প্রথম পর্যায়ে ২০১৭-১৯ পর্যন্ত টিআইবির চলমান ‘বিবেক’ প্রকল্পের কার্যক্রম পরিচালনায় এবং দ্বিতীয় পর্যায়ে ২০১৯-২১ পর্যন্ত ‘বিবেক’ পরবর্তী পর্যায়ের জন্য ব্যবহৃত হবে। অনুষ্ঠানে ডেনিশ রাষ্ট্রদূত মিকাইল হেমনিটি উন্থার বলেন, বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধ এবং অধিকতর সুশাসন প্রতিষ্ঠায় টিআইবির উদ্যোগে সহায়তা অব্যাহত রাখতে পেরে ড্যানিশ সরকার আনন্দিত। এ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো উদ্দিষ্ট প্রতিষ্ঠান/সেবা খাতে সুশাসন প্রতিষ্ঠার জন্য আইন, নীতি, প্রক্রিয়া সমৃদ্ধতর করতে এ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করা এবং পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার জন্য জনগণের মধ্যে চাহিদা সৃষ্টি ও দুর্নীতিকে প্রতিহত করার জন্য নাগরিকদের অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধি করা।
×