ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যোগাযোগ উন্নয়নে অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার ॥ কাদের

প্রকাশিত: ০৮:১১, ২১ নভেম্বর ২০১৬

যোগাযোগ উন্নয়নে অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকার সারাদেশের যোগাযোগ ব্যবস্থার অবকাঠামো উন্নয়নে অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। এই সমস্ত ব্যয়বহুল প্রকল্প দেশের মানুষ এবং বিদেশী বন্ধু রাষ্ট্রের আর্থিক সহায়তায় নির্মিত হচ্ছে। কোন নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকার ক্ষমতায় না থাকলেও এই সকল সড়ক ও রাস্তা ঠিকই থাকবে। রবিবার সন্ধ্যায় ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ ট্রাক, কাভার্ডভ্যান এবং ট্রান্সপোর্ট এজেন্সি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন। পরিবহন শ্রমিক-মালিকদের সড়ক ব্যবহারের ক্ষেত্রে আরও অধিক যতœবান, মনোযোগী ও সতর্ক হওয়ার জন্য অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঘন কুয়াশার জন্য যানচলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। যে কোন দুর্ঘটনা এড়াতে সড়কপথে চলাচলের ক্ষেত্রে পরিবহন শ্রমিক ভাইদের ওভারলোড পরিহার করতে হবে এবং সীমিত গতিতে গাড়ি চালাতে হবে। প্রথমে বাংলাদেশ ট্রাক, কাভার্ডভ্যান এবং ট্রান্সপোর্ট এজেন্সি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপিকে অভিনন্দন জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ইকবাল হোসেন অপু, মারুফা আক্তার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।
×