ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফের কমেছে সোনার দাম বাড়ল রুপার

প্রকাশিত: ০৭:০১, ২১ নভেম্বর ২০১৬

ফের কমেছে সোনার দাম বাড়ল রুপার

অর্থনৈতিক রিপোর্টার ॥ আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ায় দেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দাম। এবার প্রতিভরিতে ৯৯২ টাকা কমে ২২ ক্যারটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৪৫ হাজার ৮৯৮ টাকা। আগামী সোমবার থেকে নতুন এ মূল্য কার্যকর হবে বলে জানা গেছে। রবিবার বাজুসের কার্যনির্বাহী কমিটি সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে দাম কমানোর এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে গত ১৪ নবেম্বর প্রতিভরিতে সোনার দাম দেড় হাজার টাকা কমেছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)। এদিকে গত ৫ মাসে সর্বনিম্নে অবস্থানে পৌঁছেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সূত্র মতে, নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৪৫ হাজার ৮৯৮ টাকা। আর ২১ ক্যারেটের প্রতিভরি সোনা ৪৩ হাজার ৮৫৭ টাকা ও ১৮ ক্যারেটের সোনা প্রতিভরি ৩৭ হাজার ৯০৮ টাকায় বিক্রি হবে। বর্তমানে ভরিপ্রতি এ দাম ২২ ক্যারেট ৪৬ হাজার ৮৮৯ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৬৭৩ টাকা এবং ১৮ ক্যারেট ৩৮ হাজার ৪৯১ টাকা। ভরিতে ২২ ক্যারেটে ৯৯১ টাকা, ২১ ক্যারেটে ৮১৬ টাকা ও ১৮ ক্যারেটের ক্ষেত্রে ৫৮৩ টাকা কমেছে। সোমবার থেকে সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম হবে ২৫ হাজার ১৯ টাকা, এ মানের স্বর্ণের বর্তমান দাম ২৬ হাজার ১১ টাকা। এক্ষেত্রে দাম কমেছে ৯৯২ টাকা। তবে রুপার (ক্যাডমিয়াম) দাম ভরিতে বেড়েছে। ২১ ক্যারেটের প্রতিভরি রুপার দাম বর্তমানে ৯৩৩ টাকা। সোমবার থেকে এ দাম বেড়ে হবে এক হাজার ৫০ টাকা। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের এ দাম নির্ধারণ করা হয়েছে। আবার বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে গেলে সমন্বয় করা হবে বলে তিনি জানান। জানা গেছে, চলতি বছরের প্রথম ছয় মাসেই দেশের বাজারে সাত দফা বেড়েছে স্বর্ণের দাম। অন্যদিকে বিশ্ববাজারে দীর্ঘসময় স্বর্ণের দাম কমতির দিকে থাকলেও মাত্র তিন বার কমেছে। ব্যবসায়ীরা বলছেন, দেশের বাজারে স্বর্ণে দাম ক্রেতার নাগালে রাখতে, কমাতে হবে ভ্যাটের পরিমাণ। নইলে দেশের বাইরে থেকে মূল্যবান এই গহনা কেনা থেকে বিরত হবেন না সাধারণ ক্রেতা। এদিকে আন্তর্জাতিক বাজারে গত ৫ মাসে সর্বনিম্নে অবস্থানে পৌঁছেছে স্বর্ণের দাম। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে স্বর্ণ বাজারে এ পতন হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
×