ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে ৫শ’ ও ১ হাজার রুপীর নোট বন্ধ হওয়ায় বিপাকে কৃষক

প্রকাশিত: ০৭:০০, ২১ নভেম্বর ২০১৬

ভারতে ৫শ’ ও ১ হাজার রুপীর নোট বন্ধ হওয়ায় বিপাকে কৃষক

ভারতে ৫শ’ ও ১ হাজার রুপীর নোট বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন কৃষি কাজের সঙ্গে সংশ্লিষ্টরা। হঠাৎ নোট বন্ধ করে দেয়ায় চাষাবাদের প্রয়োজনীয় পণ্য কিনতে পারছেন না তারা। প্রত্যন্ত অঞ্চলের অধিবাসীরা নতুন নোট সংগ্রহ করতে না পারায় বাজারগুলোতে কেনাবেচার ক্ষেত্রে বিপাকে পড়তে হচ্ছে ক্রেতা-বিক্রেতারা। টানা দুই বছর পর খরার কবল থেকে কিছুটা মুক্ত হয়েছিল ভারতের কৃষকরা। শীতকালীন সবজি চাষকে ঘিরে আশার আলো দেখতে শুরু করলেও সরকারের এক সিদ্ধান্তে রাতারাতি ভাটা পড়েছে তাতে। দেশটিতে হঠাৎ ৫শ’ ও ১ হাজার রুপীর নোট বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অন্তত ২৬ কোটি কৃষক। শহরের মানুষ খুব সহজে নোট পরিবর্তন করে নিতে পারলেও প্রত্যন্ত অঞ্চলের মানুষ তা করতে পারছেন না। শীতকালীন সবজির রোপণের জন্য তাই শস্য ও সার কেনার পর্যাপ্ত অর্থ নেই তাদের কাছে। এমন অবস্থা হুমকির মুখে ফেলেছে দেশটির কৃষি খাতসহ পুরো অর্থনীতিকে। -অর্থনৈতিক রিপোর্টার
×