ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাধবপুরে টমেটো চাষে তরুণ চাষীদের ভাগ্য খুলছে

প্রকাশিত: ০৬:৫৯, ২১ নভেম্বর ২০১৬

মাধবপুরে টমেটো চাষে তরুণ  চাষীদের ভাগ্য খুলছে

সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ ॥ মাধবপুর উপজেলায় নিজস্ব উদ্যেগে অনেকেই টমেটো চাষ করে স্বাবলম্বী হচ্ছেন। দেশী জাতীয় ও হাইব্রীড জাতীয় উন্নতমানের টমেটো উৎপাদনের উপযুক্ত ভূমি হিসেবে কৃষি বিভাগ কৃষকদের উদ্বুদ্ধ করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। তাদের প্রেরণায় অনেকেই সফলও হয়েছে। জানা গেছে, হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর (তেলিয়াপাড়া) গ্রামের টমেটো চাষী মোঃ জুলহাস খান সাতছড়ি পার্বত্য উপত্যকার সুরমা ভ্যালি এলাকার ৮নং সেকশনে একটি জমিতে (এক একর ২০ শতক) ১০ হাজার ১২০ চারা রোপণ করে প্রতি গাছে গড়ে ৫ কেজি উৎপাদন করে লাভবান হয়েছেন। প্রায় পাঁচ লাখ টাকা বিনিয়োগ করে ৪ মাসের পরিচর্যায় ১৪/১৫ লাখ টাকা মূল্যের টমেটো বিক্রি করে আজ সে আর্থিকভাবে সচ্ছল। তার পথ অনুসরণ করে এলাকার বেকার যুবকেরা মাধবপুর কৃষি বিভাগের সহায়তায় অনাবাদি পার্বত্য উপত্যকায় পতিত ভূমিও চাষাবাদের আওতায় এনে নানা রকমের শাক-সব্জি চাষাবাদের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি মৎস্যচাষী ও হাঁস-মোরগসহ গবাদিপশুর চাষাবাদে খামার গড়ার উদ্যোগ নিলে স্বনির্ভর কৃষক হিসেবে তরুণ উদ্যোগীরা সফল হবে বলে এলাকার কৃষক সমাজের ধারণা। কৃষি বিভাগের সক্রিয় সহযোগিতা পেলে অনেকেই তার মতো স্বাবলম্বী হতে পারবে বলে অভিজ্ঞ মহলের অভিমত।
×