ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফার কেমিক্যালের রাইট আবেদন নাকচ

প্রকাশিত: ০৬:৫৮, ২১ নভেম্বর ২০১৬

ফার কেমিক্যালের রাইট আবেদন নাকচ

ওষুধ-রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাবে সম্মতি দেয়নি বিনিয়োগকারীরা। কোম্পানির চতুর্থ বিশেষ সাধারণ সভায় (ইজিএম) বিনিয়োগকারীরা রাইট ইস্যুর প্রস্তাবে অসম্মতি জানায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত ১৪ নবেম্বর কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হয়। ওই সভায় কোম্পানিটি নারায়ণগঞ্জের রূপগঞ্জে টেক্সটাইল ইন্ডাস্ট্রির নতুন ইউনিট স্থাপনের জন্য রাইট ইস্যুর প্রস্তাব উপস্থাপন করে। কোম্পানিটি ১:১ অনুপাতে রাইট ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল; যার অফার প্রাইস ১৫ টাকা। অন্যদিকে ফার কেমিক্যালের মূলধন বাড়ানোর প্রস্তাবেও অসম্মতি জানায় বিনিয়োগকারীরা। কোম্পানিটি ৩০০ কোটি টাকা থেকে ৫০০ কোটি পর্যন্ত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। -অর্থনৈতিক রিপোর্টার
×