ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লোকসান বাড়লেও দরবৃদ্ধির শীর্ষে হাক্কানি পাল্প

প্রকাশিত: ০৬:৫৭, ২১ নভেম্বর ২০১৬

লোকসান বাড়লেও দরবৃদ্ধির শীর্ষে হাক্কানি পাল্প

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাক্কানি পাল্প এ্যান্ড পেপার লিমিটেডের বছরের প্রথম প্রান্তিকে লোকসান বেড়েছে। তবে কোম্পানিটির লোকসান বাড়লেও শেয়ার দরের কোন প্রভাব নেই। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটি টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে অবস্থান করছে। ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৪৭ টাকা ৮০ পয়সা দরে। শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ। প্রসঙ্গত, কোম্পানিটি প্রথম প্রান্তিকে (জুলাই, ১৬- সেপ্টেম্বর, ১৬) শেয়ারপ্রতি লোকসান করেছে ৩৬ পয়সা; যা আগের বছরের তুলনায় ২৭ পয়সা বেশি লোকসান। আগের বছর কোম্পানিটির লোকসান ছিল ৯ পয়সা। এদিকে ডিএসইতে কোম্পানিটির সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) অবস্থান করছে ১০৬.২২ পয়েন্টে। আর এই পিই রেশিও কোম্পানিটিতে বিনিয়োগ ঝঁকিপূর্ণ বলেই নির্দেশ করছে। বিশ্লেষকদের মতে, পিই রেশিও যতদিন ১৫ এর ঘরে থাকে ততদিন বিনিয়োগ নিরাপদ। আর হাক্কানি পাল্পের পিই রেশিও যেখানে অবস্থান করছে, তাতে এই কোম্পানিতে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ বলেই মনে করছেন তারা।
×